বাংলা

বিশ্ব অর্থনৈতিক পুনরুদ্ধারে “ব্রিক্স” শক্তি যোগাবে

CMGPublished: 2023-08-11 19:17:20
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

রুশ রাজনৈতিক বিশ্লেষক তৈমুর ফোমেনকো বিশ্বাস করেন যে, ব্রিকস সহযোগিতা বৈশ্বিক দক্ষিণ দেশগুলোর উন্নয়ন স্বার্থ সংশ্লিষ্ট একটি ফোরাম হয়ে উঠছে। আদর্শগত জোট বা সামরিক জোটের সাথে এর কোনো মিল নেই, তবে এই দেশগুলিকে পশ্চিমা মডেলের সীমাবদ্ধতা থেকে বাইপাস করে নিজেদের বিকাশের সুযোগ অর্জনের জন্য একটি বহুমুখী পরিবেশ তৈরি করার প্রচেষ্টা আছে।

জোটনিরপেক্ষতার ঐতিহ্যের ওপর ভিত্তি করে, ব্রিকস কোনো দেশের আধিপত্যের শিবিরে পরিণত হবে না, তবে অভিন্ন দাবিগুলির জন্য সহযোগিতা জোরদার করা সকল উদীয়মান অর্থনীতি ও উন্নয়নশীল দেশগুলির জন্য একটি প্ল্যাটফর্ম হবে ব্রিকস। তাই অনেক দেশ ব্রিকস সহযোগিতায় যোগদানের জন্য আবেদন করেছে।

৮ আগস্ট, দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতামন্ত্রী নালেদি প্যান্ডোল বলেন, ২৩টি দেশের নেতারা আনুষ্ঠানিকভাবে ব্রিকসে যোগদানের জন্য তাদের ইচ্ছা প্রকাশ করেছেন। ব্রিকস দেশগুলি বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কার, বৈশ্বিক বাণিজ্য শাসনের উন্নতি, বৈশ্বিক জলবায়ু শাসনের উন্নতি, এবং নতুন ব্যবসায়িক মডেলগুলির জন্য নিয়ম প্রণয়নে তাদের কণ্ঠস্বরকে ক্রমবর্ধমানভাবে একত্রিত করবে এবং বিশ্ব অর্থনীতির পুনরুদ্ধারের জন্য আরও শক্তিশালী ‘ব্রিক্স’ শক্তি যোগাবে।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn