প্রসঙ্গ: চীনা অর্থনীতির বলিষ্ঠতা ও প্রাণশক্তি
চলতি বছরও বিশ্ব অর্থনীতির পুনরুদ্ধার পরিস্থিতি ছিল দুর্বল। চাহিদাও পর্যাপ্ত নয়। বাইরের কঠিন পরিস্থিতির মুখে, চীন ধারাবাহিক ব্যবস্থা গ্রহণ করেছে, যা বৈদেশিক বাণিজ্যিক আকার স্থিতিশীল রাখার পাশাপাশি, কাঠামো সুবিন্যস্ত করেছে। চলতি বছরের প্রথমার্ধে চীনের আমদানি-রপ্তানির পরিমাণ ২০ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে, যা ইতিহাসের নতুন রেকর্ড। চীন বিদেশি ব্যবসায়ীদের বিনিয়োগের হটল্যান্ডে পরিণত হয়েছে।
চলতি বছর টেসলা, প্রক্টর অ্যান্ড গ্যাম্বল, এবং সিমেন্সের মতো বহু আন্তর্জাতিক কোম্পানির নির্বাহী প্রধানরা চীন সফরে আসেন। তাঁরা বাজার পরিদর্শন ও মূলধন বৃদ্ধি করেন। তাদের আচরণে যে বার্তা পাওয়া গেছে, তা হচ্ছে: চীনা অর্থনীতি বলিষ্ঠ; এখানকার ব্যবসার পরিবেশ ভালো; এখানে বিনিয়োগ বাড়ানো নিরাপদ।
বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির মন্দার পটভূমিতে, চীনের অর্থনীতি আশার চেয়ে ভালো করছে। চীনের অর্থনীতির বলিষ্ঠতা আবারও প্রমাণিত হয়েছে। আর এ কারণেই অধিকাংশ বিদেশী বিনিয়োগকারী এদেশে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা করছেন। আর বিদেশী বিনিয়োগ যত বাড়বে, চীনের অর্থনীতি তত শক্তিশালী হবে।