বাংলা

সার্বিক বিচ্ছিন্নতা থেকে ঝুঁকিমুক্ত, যুক্তরাষ্ট্র কি কথার খেলা খেলছে?

CMGPublished: 2023-07-12 13:10:58
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সম্প্রতি চীন ঘোষণা করেছে, গ্যালিয়াম ও জার্মেনিয়াম দুটি উপাদানের রপ্তানির ওপর সীমাবদ্ধতা আরোপ করা হবে। চিপ ও সৌর প্যানেল তৈরিতে এ দুটি উপাদান প্রয়োজন। বিশ্বের ৮০ শতাংশ গ্যালিয়াম চীনে সংরক্ষিত আছে এবং চীনও বৃহত্তম জার্মেনিয়াম উৎপাদনকারী দেশ।

চীন কখনও প্রথমে ঝামেলা উস্কে দেবে না। তবে, চুপচাপ আঘাত সহ্যও করবে না। নিজের নিরাপত্তা ও বৈধ অধিকার রক্ষায় চীনের আস্থা ও দক্ষতা খুব দৃঢ় হয়ে থাকে।

সম্প্রতি মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন ৪ দিনব্যাপী চীন সফর শেষ করে ৯ জুলাই বেইজিংয়ে এক সাংবাদিক সম্মেলনে যোগ দেন। তিনি জোর দিয়ে বলেছেন, চীনের সঙ্গে অর্থনৈতিক বিচ্ছিন্নতা চায় না ওয়াশিংটন। তাই যদি হয়, তাহলে বিপর্যয়কর ফলাফল হবে। আশা করা যায়, এবার যুক্তরাষ্ট্রের কথা ও কাজে মিল হবে। সার্বিক বিচ্ছিন্নতার বদলে ‘ঝুঁকিমুক্ত’ কথা বলার খেলা খেলবে না দেশটি। সবশেষে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সহযোগিতা হতে পারে কিনা, তা শতভাগ নির্ভর করে যুক্তরাষ্ট্রের উপর।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn