শাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষসম্মেলনে যুগের চ্যালেঞ্জ মোকাবিলার পথ দেখিয়েছে
বর্তমানে শাংহাই সহযোগিতা সংস্থার সম্মুখীন উন্নয়নের সুযোগ ও চ্যালেঞ্জ প্রসঙ্গে সি চিন পিং পাঁচটি পরামর্শ দিয়েছেন, যা হলো সঠিক দিক অবলম্বন করা এবং ঐক্য ও পারস্পরিক সহযোগিতা জোরদার, আঞ্চলিক শান্তি রক্ষা করা এবং অভিন্ন নিরাপত্তা নিশ্চিত করা। বাস্তব সহযোগিতার ওপর নজর রাখা এবং অর্থনৈতিক পুনরুদ্ধার দ্রুততর করা। বিনিময় ও পরস্পর থেকে শেখার ব্যবস্থা জোরদার করা এবং ব্যক্তিগত সংযোগ বাড়ানো। পাশাপাশি বহুপক্ষবাদের অনুশীলন করা এবং বিশ্ব প্রশাসন সুবিন্যস্ত করা।
এ পাঁচটি প্রস্তাব আগে থেকে তাঁর উত্থাপিত বিশ্ব উন্নয়ন উদ্যোগ, বিশ্ব নিরাপত্তা প্রস্তাব এবং বিশ্ব সভ্যতা উদ্যোগের সমন্বিত চেতনা। যাতে মানবজাতির অভিন্ন কল্যাণের কমিউনিটি গঠনে চীনের দায়িত্ববোধ প্রতিফলিত হয়েছে।
প্রেসিডেন্ট সি’র ভাষণের ভূয়সী প্রশংসা করে কিরগিজ জাতীয় কৌশলগত গবেষণা একাডেমীর কূটনৈতিক উপদেষ্টা হেরাদিল বাকগুলভো বলেন, "চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বরাবরই সব দেশের সঙ্গে পারস্পরিক কল্যাণ এবং শান্তিপূর্ণ সহযোগিতা চালানোর নীতিতে অবিচল রয়েছেন। বর্তমান বিশৃঙ্খল ও ভারসাম্যহীন বিশ্ব পরিস্থিতিতে অনেক দেশ এ নীতিকে স্বাগত জানায় এবং তা সুষ্ঠুভাবে গ্রহণ করে। প্রেসিডেন্ট সি’র উত্থাপিত প্রস্তাবের লক্ষ্য হলো, দেশ ও দেশের মধ্যে সম্পর্ক আরও সুষ্ঠু, সুশৃঙ্খল ও স্থিতিশীল করে গড়ে তোলা।
ভালো পথে একা যাওয়া যাবে না এবং সবাই একসাথে চেষ্টা করে অনেক দূরে যাওয়া যায়। সি চিন পিং দাবি করেন যে, শাংহাই সহযোগিতা সংস্থার উচিত, মানবজাতির অভিন্ন মূল্যবোধ বা শান্তি, উন্নয়ন, সমতা, বৈধতা, গণতন্ত্র ও স্বাধীনতার চেতনা সম্প্রসারণ করা। পাশাপাশি অধিকার, সুযোগ ও নিয়মের সমতা বেগবান করার মাধ্যমে মানবজাতির আধুনিকায়ন করা উচিত বলেও মনে করেন সি চিন পিং।