আজকের টপিক: হংকংয়ের মাতৃভূমির অধীনে ফিরে আসার ২৬তম বার্ষিকী প্রসঙ্গ
উপরন্তু, চীনের মূল ভূখণ্ড এবং বিশ্বের মধ্যে একটি সেতু হিসাবে, হংকং কেবল যে মূল ভূভাগের শিল্পপ্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক বাজারে প্রবেশের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার, তা নয়, বরং বিদেশী শিল্পপ্রতিষ্ঠানগুলোর চীনা বাজারে প্রবেশের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বারও বটে।
“একটি ‘সুপার সংযোগকারী’ হিসাবে হংকং চীনের মূল ভূভাগের শিল্পপ্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক অঙ্গনের সাথে সংযোগের জন্য একটি ভাল সুযোগ সৃষ্টি করেছে। এটি শিল্পকাঠামোর আপগ্রেডেশান ও নব্যতাপ্রবর্তনে দক্ষতা বাড়ানোর কাজকে এগিয়ে নিয়েছে। পাশাপাশি, হংকংয়ের আইনি পরিবেশ এবং মেধাসম্পত্তি সুরক্ষাও চীনা বাজারে আন্তর্জাতিক শিল্পপ্রতিষ্ঠানগুলোর আস্থা বাড়িয়েছে।”
সামগ্রিকভাবে বলতে গেলে, হংকং মাতৃভূমিতে ফিরে আসার পর বিগত ২৬ বছরে, ‘এক দেশ, দুই ব্যবস্থা’ আওতায় ও কেন্দ্রীয় সরকারের শক্তিশালী নেতৃত্বে, অর্থনীতি ও বাণিজ্যিক ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
“ভবিষ্যতে হংকং কুয়াংতুং-হংকং-ম্যাকাও বৃহত্তর উপসাগরীয় অঞ্চল এবং ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগে অংশগ্রহণ করবে। উচ্চমানের উন্নয়ন প্রচার করা, একটি আধুনিক ও শক্তিশালী দেশ গঠন করা, এবং চীনা জাতির মহান পুনরুত্থানে আরও বেশি অবদান রাখার ক্ষেত্রে আরও বড় ভূমিকা রাখবে হংকং’।