বিশ্বের বড় বড় ব্যবসায়ীরা কেন চীনে আসছেন?
জুন ২০: প্রিয় বন্ধুরা, কালের পরিক্রমায় চীন তার বিশাল সম্ভাবনা এবং অর্থনৈতিক শক্তির ক্রমাগত উত্থানের মাধ্যমে বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। সিলিকন ভ্যালি থেকে জার্মানি এবং ওষুধ থেকে অটোমোবাইল সব দেশ ও খাতের ব্যবসায়ীরা নতুন উন্নয়নের সুযোগ খুঁজতে চীনে ভিড় করছেন। এই প্রবণতা বিশ্ব অর্থনৈতিক মানচিত্রে চীনের গুরুত্বপূর্ণ অবস্থানকে প্রতিফলিত করছে। পাশাপাশি, বিশ্বব্যাপী সুপরিচিত ব্র্যান্ডগুলো চীনের তরুণ প্রজন্মের গ্রাহকদের উপর কতটা নির্ভরশীল - তাও প্রমাণ করছে।
পূর্বাভাসে দেখা যায়, ২০২৫ সাল নাগাদ চীন বিশ্বের বিলাসবহুল পণ্যের বৃহত্তম বাজারে পরিণত হবে। গত ১৬ জুন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান বিল গেটসের সাথে বৈঠক করেছেন।
বিল গেটসের এটি গত চার বছরে প্রথম এবং সব মিলিয়ে ১৮তম চীন সফর। জানা গেছে, বিল গেটস এবার চীন সফর করেন মূলত পরিবেশ সুরক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং দারিদ্র্য-নিরসনের ক্ষেত্রে গেটস ফাউন্ডেশন এবং চীনের মধ্যে সহযোগিতা জোরদার করার উদ্দেশ্যে। এর আগে, অ্যাপলের সিইও টিম কুক, স্টারবাকসের প্রতিষ্ঠাতা হাওয়ার্ড শুল্টজ, টেসলার সিইও ইলন মাস্ক এবং অন্যান্য আমেরিকান শীর্ষ ব্যবসায়ীরাও চীন সফর করেন। তাদের পরিচালনাধীন শিল্পপ্রতিষ্ঠানসমূহ সর্বসম্মতভাবে চীনের অর্থনৈতিক পুনরুদ্ধার এবং ব্যবসা পরিবেশের উন্নয়নে তাদের আস্থা প্রকাশ করেছে এবং বিভিন্ন ক্ষেত্রে চীনে সর্বাত্মক বিনিয়োগ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে।
তাদের সফর চীনের বাজারের প্রতি বিশ্ববিখ্যাত কোম্পানিগুলোর যে আস্থা রয়েছে- তা প্রকাশ করার পাশাপাশি বিশ্ব অর্থনীতিতে চীনের গুরুত্বপূর্ণ অবস্থান তুলে ধরেছে। চীনা অর্থনীতির উত্থান এবং এর প্রভাবের ক্রমাগত সম্প্রসারণের সাথে সাথে আন্তর্জাতিক শিল্পপ্রতিষ্ঠানগুলোর জানাশোনা এবং চীন সম্পর্কে তাদের স্বীকৃতিও গভীরতর হচ্ছে। তাদের একটি অভিন্ন উদ্দেশ্য হচ্ছে চীনের উন্নয়নের সুযোগগুলো কাজে লাগিয়ে উপকৃত হওয়া।
একটি বাজার-ভিত্তিক, বৈধ এবং আন্তর্জাতিক ব্যবসার পরিবেশ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ চীন। বৈদেশিক উন্মুক্ততার দরজা আরও বিস্তৃত হচ্ছে এবং তা আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক স্বীকৃতি এবং প্রশংসা পেয়েছে।
বিশ্বব্যাংক প্রকাশিত ‘২০২৩ সালের ব্যবসায়িক পরিবেশ রিপোর্ট’ অনুসারে, চীন বিশ্বব্যাপী ব্যবসায়িক পরিবেশের সূচকে চারটি ধাপ এগিয়ে ৩১তম ধাপে পৌঁছেছে।
বিদেশী ব্যবসায়ীদের ঘন ঘন চীন সফর সুযোগ বয়ে আনার সঙ্গে সঙ্গে নতুন চ্যালেঞ্জও বয়ে এনেছে। বিদেশী শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রবেশের ফলে চীনের বিজ্ঞান ও প্রযুক্তি-ভিত্তিক শিল্পপ্রতিষ্ঠানগুলো অভূতপূর্ব চাপে পড়ছে। তাই বিশ্বজুড়ে প্রতিদ্বন্দ্বিতা মোকাবিলায় নিজের সৃজনশীলতার দক্ষতাও বাড়ানো উচিত চীনা প্রতিষ্ঠানগুলোর।
বিল গেটসসহ সারা বিশ্বের ব্যবসায়ীদের চীনে সমাবেশ একটি স্পষ্ট সংকেত পাঠিয়েছে যে চীন বিশ্ব অর্থনৈতিক পুনরুদ্ধার এবং প্রবৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ ইঞ্জিন। এটি এমন একটি বাজার যাকে বিশ্বের বিনিয়োগকারীরা উপেক্ষা করতে পারে না এবং আন্তর্জাতিক সহযোগিতা ও বহুপাক্ষিকতার একটি কট্টর সমর্থক।
লিলি/এনাম