বাংলা

আজকের টপিক প্রসঙ্গ: ২৫তম শাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব

CMGPublished: 2023-06-14 15:20:39
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জুন ১৪: ২৫তম শাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব ৯ জুন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। চলবে আগামী ১৮ জুন পর্যন্ত। চীনে এটি একমাত্র প্রথম শ্রেণীর আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব। ৩০ বছর আগে এ উত্সবের যাত্রা শুরু। বিগত ৩০ বছরে শাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব বৈশ্বিক চলচ্চিত্র নির্মাতা ও চলচ্চিত্র দর্শকদের জন্য একটি অভিন্ন প্ল্যাটফর্ম সৃষ্টি করেছে।

“প্রথম শাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে অংশগ্রহণ করেছিল ৩৩টি দেশ ও অঞ্চলের ১৬৭টি চলচ্চিত্র। আর এবার ১২৮টি দেশ ও অঞ্চলের ৮৮০০টি চলচ্চিত্র অংশ নিচ্ছে। বস্তুত, বিগত ৩০ বছর চীনের সংস্কার ও উন্মুক্তকরণ নীতিমালার সাফল্যের এটি একটি অংশ। এই উত্সব সবসময় চীনা তথা বৈশ্বিক চলচ্চিত্র উন্নয়নের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে। এটি শাংহাই শহরের জন্য একটি সাংস্কৃতিক ব্রান্ডও বটে।”

২০২৩ সাল হচ্ছে চীনের উত্থাপিত ‘এক অঞ্চল, এক পথ’ প্রস্তাবের দশম বার্ষিকী; আর, শাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগসংক্রান্ত চলচ্চিত্র উত্সব জোট প্রতিষ্ঠার পঞ্চম বার্ষিকী। এবারের চলচ্চিত্র উত্সবে ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগসংক্রান্ত চলচ্চিত্র সপ্তাহের ধারাবাহিক তত্পরতা অনুষ্ঠিত হচ্ছে। এখানে নতুন ও পুরাতনের মিলন ঘটেছে। এতে আলোচনা হচ্ছে বিগত পাঁচ বছরের অগ্রগতি নিয়ে।

বর্তমানে ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগসংশ্লিষ্ট বিভিন্ন দেশ ও অঞ্চলের ৫৫টি চলচ্চিত্র সংস্থা এই জোটের অংশ। এই ব্যবস্থার মাধ্যমে ৩০টিরও বেশি চীনা শ্রেষ্ঠ ফিল্ম সাম্প্রতিক বছরগুলোতে ‘এক অঞ্চল, এক পথ’ দেশগুলোর ২০টি চলচ্চিত্র উত্সবে অংশ নেয়। ‘এক অঞ্চল, এক পথ’ চলচ্চিত্র সপ্তাহের প্রধান কার্যক্রম শাংহাই আন্তর্জাতিক পর্যটন অবলম্বন এলাকায় পরপরই পাঁচবার আয়োজন করা হয়েছে। এবারের চলচ্চিত্র সপ্তাহে চীন, চিলি, ক্রোয়েশিয়া, হাঙ্গেরি এবং ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশের ২০টি ফিল্ম প্রদর্শিত হবে। কিছু মাঝারি ও ক্ষুদ্র আকারের শিল্প-কর্ম আন্তর্জাতিক মঞ্চে আত্মপ্রকাশের সুযোগ পাবে।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn