আজকের টপিক প্রসঙ্গ: চীনের প্রথম কার্বন এক্সপো
হাইড্রোজেন ব্যবহার করে নিম্ন-কার্বন ধাতব প্রযুক্তি, তরলে নিমজ্জিত সার্ভার, গৃহস্থালী-স্তরের শক্তি সঞ্চয়ের পণ্য... প্রথম "সাংহাই আন্তর্জাতিক কার্বন নিউট্রাল প্রযুক্তি, পণ্য ও অগ্রগতি এক্সপো" আনুষ্ঠানিকভাবে ১১ জুন উদ্বোধন হয়। মেলা চলবে ১৪ জুন পর্যন্ত। এতে প্রায় ৬০০টি দেশী ও বিদেশী কোম্পানি সহস্রাধিক ধরণের প্রযুক্তি ও পণ্য নিয়ে এসেছে। তারা সমাজের সকল মহলের সাথে উচ্চ-মানের সবুজ উন্নয়নের উপায় অন্বেষণ করছে।
২০৩০ সালের মধ্যে ‘কার্বন শিখর’ এবং ২০৬০ সালের মধ্যে ‘কার্বন নিরপেক্ষতা’ অর্জনের প্রতিশ্রুতি দিয়েছে চীন। এ দুটি “কার্বন লক্ষ্য" বাস্তবায়ন করতে গেলে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবন সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথম সাংহাই আন্তর্জাতিক কার্বন এক্সপোতে, শক্তি রূপান্তর, বৃত্তাকার অর্থনীতি থেকে নিম্ন-কার্বন পরিষেবা, নিম্ন-কার্বন পরিবহনসহ, চীনা এবং বিদেশী উদ্যোগগুলো সবুজ ও নিম্ন-কার্বন প্রযুক্তির সর্বশেষ অগ্রগতি প্রদর্শন করেছে।
সাংহাই অবাধ বাণিজ্য অঞ্চলের বন্দরের কাছে নতুন অঞ্চল উন্নয়ন ও নির্মাণের প্রধান শক্তি হিসাবে, সাংহাই লিনকাং গ্রুপ একটি "নিম্ন-কার্বন পার্ক" তৈরি করছে। লিনকাং গ্রুপের অধীনে ২০টি মূল শিল্প পার্ক এবং শতাধিক উদ্যোগ প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য একটি গ্রুপ সংগঠিত করেছে। এর মধ্যে আন্তর্জাতিক হাইড্রোজেন এনার্জি ভ্যালির মতো নতুন শিল্প বাহক এবং টেসলার মতো সুপরিচিত প্রতিষ্ঠান রয়েছে।
টেসলার বুথে, চীনে উত্পাদিত দুটি বৈদ্যুতিক গাড়ির পাশাপাশি, কোম্পানিটি "গাড়ির চেয়েও বেশি" ধারণা নিয়ে এসেছে। চলতি বছরের এপ্রিলে, টেসলা এনার্জি স্টোরেজ গিগাফ্যাক্টরি প্রকল্পটি লিনকাং নতুন অঞ্চলে স্থাপন করেছে। এখানে অতি-বড় বাণিজ্যিক শক্তি সঞ্চয় ব্যাটারি তৈরি করার পরিকল্পনা রয়েছে। কার্বন এক্সপোতে টেসলার বাণিজ্যিক শক্তি সঞ্চয়ের ব্যাটারির একটি মডেল প্রদর্শন করা হয়েছে। প্রতিটি ব্যাটারি ৩ মেগাওয়াট-ঘণ্টা শক্তি সঞ্চয় করতে পারে, যা এক ঘন্টার জন্য ৩৬০০ পরিবারের বিদ্যুতের চাহিদা মেটাতে পারে। এ ছাড়াও, টেসলা সৌর ছাদ এবং পাওয়ারওয়াল ব্যাটারিসহ চীনে প্রথমবারের মতো শক্তি সঞ্চয়ের গৃহস্থালী পণ্যও প্রদর্শন করেছে।
লোহা ও ইস্পাত শিল্পের কার্বন নির্গমন সমস্যা কীভাবে সমাধান করা যায়? পাওউ গ্রুপ কার্বন এক্সপোতে একটি কার্বন-নিরপেক্ষ ধাতব প্রযুক্তির রোডম্যাপ দেখিয়েছে। গত বছরের শুরুতে, পাওউ গ্রুপ চীনের প্রথম মিলিয়ন-টন হাইড্রোজেন-ভিত্তিক শ্যাফ্ট ফার্নেস-জানচিয়াং লোহা ও ইস্পাত নির্মাণ শুরু করে। এই প্রকল্পটি শিল্প উত্পাদনের জন্য হাইড্রোজেন এবং কোক ওভেন গ্যাসকে একীভূত করার প্রথম দেশীয় ইস্পাত উত্পাদন লাইন। ২০২৩ সালের শেষ নাগাদ প্রকল্পটি সম্পন্ন হওয়ার পর, এটি ঐতিহ্যগত কৌশলগুলোর তুলনায় প্রতি বছর ৫ লাখ টন কার্বন-ডাই-অক্সাইড নির্গমন কমিয়ে দেবে বলে আশা করা হচ্ছে।
বৈদ্যুতিক শক্তিচালিত যানবাহনের অনেকগুলো সবুজ ও নিম্ন-কার্বন প্রযুক্তি একীভূত করে। সাংহাই অর্থনৈতিক তথ্য কমিশনের তথ্য অনুসারে, চলতি বছরের মে মাসের শেষ পর্যন্ত, সাংহাইতে নতুন শক্তিচালিত যানবাহনের সংখ্যা ১১ লাখ ২০ হাজার ছাড়িয়েছে, যা বিশ্বের শহরগুলোর মধ্যে সবচেয়ে বেশি।
বিদ্যুতচালিত যানবাহনের জন্য চার্জিং নেটওয়ার্ক গুরুত্বপূর্ণ। স্টেট গ্রিডের বুথে, স্টেট গ্রিড সাংহাই শাখার দায়িত্বশীল কর্মকর্তা জানান, বৈদ্যুতিক যানবাহনের চাহিদা পূরণ করতে, তারা ইতোমধ্যে বিভিন্ন ধরণের ৮৫৫টি চার্জিং স্টেশন ও ১২ হাজারেরও বেশি চার্জিংব্যবস্থা তৈরী করেছে। তাতে দ্রুত চার্জিং-এর উপর ভিত্তি করে, শহুরে পাবলিক চার্জিং নেটওয়ার্ক এবং উচ্চ-গতির পরিষেবার আওতায় এসেছে পুরো এলাকা।
চলতি বছরের শুরু থেকে, কৃত্রিম বুদ্ধিমত্তার বড় মাপের মডেলগুলোর বিকাশ ত্বরান্বিত পাচ্ছে, যা গোটা সমাজে কম্পিউটিং শক্তির চাহিদা বৃদ্ধি করেছে। বিভিন্ন ক্লাউড কম্পিউটিং কেন্দ্র এবং ডেটা সেন্টারগুলোতে কীভাবে শক্তি সংরক্ষণ এবং নিম্ন-কার্বন ব্যবস্থা উন্নত করা যায়, তা একটি বাস্তব সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ওয়াংসু টেকনোলজির বুথে, তরলে নিমজ্জিত সার্ভারগুলো অনেক লোকের দৃষ্টি আকর্ষণ করে। ওয়াংসু টেকনোলজির সহযোগী প্রতিষ্ঠান ইউনসু টেকনোলজির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের পরিচালক সুই মিং ওয়েই জানান, সাধারণ সার্ভার যখন চলতে থাকে তখন প্রচুর তাপ নির্গত হয়, যার ফলে অনেক শক্তির অপচয় ঘটে। নতুন তরল কুলিং প্রযুক্তি ব্যবহার করে, অতীতের তুলনায় আইটি সরঞ্জাম পরিচালনার শক্তি খরচ ১০% থেকে ২০% হ্রাস পাবে। বর্তমানে, সাংহাই চিয়াতিং ক্লাউড কম্পিউটিং ডেটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক এই প্রযুক্তিটি ব্যবহার করে সাংহাইতে প্রথম সম্পূর্ণরূপে তরলে নিমজ্জিত ডেটা সেন্টার তৈরি করেছে।
প্রদর্শনীর আয়োজক হিসাবে, সাংহাই সম্পূর্ণরূপে "কার্বন লক্ষ্য” বাস্তবায়নের চেষ্টা করছে। সাংহাই পৌর সরকারের উন্নয়ন ও সংস্কার কমিশনের উপ-পরিচালক ছেন শি ইয়ান বলেন, কার্বন এক্সপো একদিকে সবুজ ও নিম্ন-কার্বনের ক্ষেত্রে দেশি-বিদেশি বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতাকে উন্নত করবে এবং অন্যদিকে, কোম্পানিগুলোকে সবুজ ও নিম্ন-কার্বন উন্নয়ন ত্বরান্বিত করতে সাহায্য করার জন্য একটি পাবলিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।