বেইজিংয়ে চলমান চুংকুয়ানছুন ফোরামের অর্জনসমূহ
চুংকুয়ানছুন ফোরাম কেবল বিশ্ব বিজ্ঞানের কেন্দ্র নয়, বরং বিশ্বজুড়ে কেনা-বেচার প্রযুক্তিগত লেনদেনের সম্মিলনী। ফোরামের প্রযুক্তিগত লেনদেন পর্বে ২৬টি অনুষ্ঠান আয়োজিত হয়। তাতে ৪০টি দেশ ও অঞ্চলের ৭০০০টিরও বেশি বিজ্ঞান-প্রযুক্তি সাফল্য এবং উদ্ভাবনশীল প্রকল্প সহযোগিতা লাভ করেছে। বর্তমানে নতুন দফা বিজ্ঞান-প্রযুক্তি বিপ্লব ও শৈল্পিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানব জাতি অভিন্ন উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবিলা করতে যে কোনো সময়ের চেয়ে আন্তর্জাতিক সহযোগিতা ও উন্মুক্তকরণ ও শেয়ার করা প্রয়োজন।
এ ফোরামে প্রথমবারের মতো ‘বেইজিংয়ে বিনিয়োগ’ শীর্ষক অনুষ্ঠান আয়োজিত হয়েছে। বিশ্বের শীর্ষ ৫০০ প্রতিষ্ঠান, বড় আকারের শিল্পপ্রতিষ্ঠান, সরকার এবং বিনিয়োগকারী সংস্থা থেকে ৬০০ জনেরও বেশি প্রতিনিধি তাতে অংশ নিয়েছেন। ফলে ৩৯টি গুরুত্বপূর্ণ প্রকল্পের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যার মূল্য ৬০৮০ কোটি ইউয়ান। এ শীর্ষসম্মেলন বিশ্বের কাছে বেইজিং উন্নয়নের নতুন সুযোগ-সুবিধা প্রদর্শন করেছে। যা বেইজিংয়ে বিনিয়োগকারীদের আস্থা বাড়িয়েছে।
মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস চুংকুয়ানছুন ফোরামের একটি সমান্তরাল ফোরামে বলেছেন, জটিল বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে চীন। বিশেষ করে রোগ প্রতিরোধ এবং বৈশ্বিক খাদ্যশস্য নিরাপত্তার ক্ষেত্রে চীনের অবদান উল্লেখযোগ্য।