বাংলা

‘ভবিষ্যতের শহরের’ উদ্ভাবন-চালিত উন্নয়ন

CMGPublished: 2023-05-15 15:15:21
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বেইজিং থেকে প্রায় এক’শ কিলোমিটার দক্ষিণে, উত্তর চীন সমভূমিতে একটি অঞ্চল ‘ভবিষ্যতের শহর’ হিসেবে গড়ে উঠছে।

নির্মাণাধীন অসংখ্য গগনচুম্বী ভবন, সবুজে ভরা ও চালকবিহীন বাস ক্রস-ক্রসিং আধুনিক কমিউনিটি উত্তর চীনের হ্যপেই প্রদেশের সিয়োং’আন নতুন এলাকা উত্থানের কয়েকটি সূচক মাত্র।

১০ মে, চীনের কমিউনিস্ট পার্টি সিপিসি’র সাধারণ সম্পাদক সি চিন পিং এক ঘণ্টার উচ্চ-গতির ট্রেনে করে সিয়োং’আন পরিদর্শন করেন, যেখানে তিনি শহরের "গুরুত্বপূর্ণ পর্যায়ক্রমিক ফলাফলের" প্রশংসা করেন। তিনি শহরটিকে টেকসই, উচ্চ-মানের উন্নয়ন, উদ্ভাবন, উচ্চ-মানের ডিজিটালাইজেশন, কম কার্বন উন্নয়ন এবং বন্ধুত্বপূর্ণ জীবনযাত্রার পরিবেশ গঠনের আহ্বান জানান।

সিয়োং’আন নতুন এলাকা একটি উচ্চ-স্তরের, পরিবেশ-বান্ধব আধুনিক মহানগরী, যেখানে উচ্চ প্রযুক্তিগত অবকাঠামো রয়েছে। নতুন এলাকাটি এতটাই উন্নত যে বিশ্বাস করতে কষ্ট হবে যে, স্বপ্নের মতো শহরটির সবকিছুই মাত্র ছয় বছর আগে শুরু করা হয়েছিল।

রাজধানী বেইজিং ও উপকূলীয় মহানগর থিয়েনচিন থেকে ১০৫ কিলোমিটার দূরে অবস্থিত, সিয়োং’আন নতুন এলাকা নির্মাণের লক্ষ্য হল বেইজিং-থিয়েনচিন-হ্যপেই অঞ্চলে "সমন্বিত আঞ্চলিক উন্নয়ন" এগিয়ে নেওয়ার সময় বেইজিংয়ের উপর চাপ কমানো। শহরটি শেনজেন বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং শাংহাই পুডং নতুন এলাকার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে আশা করা যাচ্ছে।

প্রযুক্তিগত উদ্ভাবনের বৈশিষ্ট্যযুক্ত উচ্চ-মানের উন্নয়নের পাশাপাশি, সিয়োং’আনের সবকিছুই ডিজিটালাইজেশন করা হচ্ছে। শহরে ১৫৩ কিলোমিটারের ‘ডিজিটাল সড়ক’ রয়েছে যেখানে আলোর খুঁটির সেন্সরগুলি যানজট কমাতে যানবাহনের সংখ্যা ও গতি নিরীক্ষণ করতে পারে। চীনের সড়ক পরিবহন সোসাইটির চেয়ারম্যান উয়েং মেং ইং বলেন, ‘একটি স্মার্ট সিটি নির্মাণ ভবিষ্যত শহরের পরিকল্পনা ও ব্যবস্থাপনার জন্য একটি উদাহরণ স্থাপন করেছে।’

চীন ২০১৭ সালে সিয়োং’আন নতুন এলাকা নির্মাণের ঘোষণা করেছে। তখন থেকে এখন পর্যন্ত সিয়োং’আন নতুন এলাকায় ৫১০ বিলিয়ন ইউয়ান বিনিয়োগ করা হয়েছে। তথ্যপ্রযুক্তি, আধুনিক জীবনের বিজ্ঞান, জৈবপ্রযুক্তি এবং নতুন উপকরণের মতো শিল্পের উপর দৃষ্টি নিবদ্ধ করে চীনা রাষ্ট্রীয় মালিকানাধীন উদ্যোগগুলি সেখানে ১৪০টিরও বেশি শাখা স্থাপন করেছে।

ফেব্রুয়ারি মাসে বেইজিং মিউনিসিপ্যাল ব্যুরো অফ স্ট্যাটিস্টিকসের প্রকাশিত একটি রিপোর্ট অনুসারে, এই অঞ্চলের জিডিপি ২০২২ সালে ১০ ট্রিলিয়ন ইউয়ান পৌঁছায়, যা ২০১৩ সালের তুলনায় ১.৮ গুণ বৃদ্ধি পেয়েছে।

এ ছাড়া, এই এলাকাটি আরও যৌক্তিক শিল্পের বিন্যাস এবং সম্পদের আরও সুষম বণ্টনের জন্য উদ্ভাবন-চালিত উন্নয়ন এগিয়ে নিয়েছে।

বেইজিং চুংকুয়ানছুন হল চীনের প্রথম রাষ্ট্রীয় পর্যায়ের উচ্চ-প্রযুক্তি শিল্প উন্নয়ন অঞ্চল এবং এই উদ্যোগগুলি থিয়েনচিন ও হ্যপেইতে ৯৫০০টিরও বেশি শাখা স্থাপন করেছে। এখন পর্যন্ত, বেইজিং থেকে থিয়েনচিত ও হ্যপেইতে স্থানান্তরিত প্রযুক্তি চুক্তির মোট মূল্য ২১০ বিলিয়ন ইউয়ান ছাড়িয়ে গেছে।

চীন উন্নয়নের নতুন পর্যায়ে প্রবেশ করেছে। নতুন উন্নয়ন ধারণা সিয়োং’আন নির্মাণে সমন্বিত করা হয়েছে।

প্রথমত, নতুন এলাকার পরিকল্পনা ও নির্মাণের ধারণার ক্ষেত্রে নতুন হতে হবে এবং এক্ষেত্রে অবশ্যই দূরদর্শী ও নেতৃত্বের প্রতিফলন ঘটাতে হবে। স্মার্ট, সবুজ ও উদ্ভাবনী—এই উজ্জ্বল ব্যবসায়িক কার্ডগুলি সিয়োং’আন নতুন উন্নয়ন ধারণা "স্থির" হওয়ার পর একটি নতুন গল্প তৈরি করবে।

Share this story on

Messenger Pinterest LinkedIn