বাংলা

গৃহস্থালি শিল্পের উন্নতির সাথে সাথে মানুষের সুখের সূচকও উন্নত হয়েছে

CMGPublished: 2023-04-28 15:09:19
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জীবনের ক্রমবর্ধমান চাপের মুখে, গৃহস্থালি পরিষেবা আরও বেশিসংখ্যক মানুষের পছন্দের তালিকায় স্থান পাচ্ছে। যারা ব্যস্ত জীবন কাটাচ্ছেন, তাদের জন্য গৃহস্থালি পরিষেবা জীবনের চাপ কমাতে পারে এবং জীবনের মান উন্নত করতে পারে।

২৮ এপ্রিয় প্রথম গৃহস্থালি পরিষেবা এক্সপো বেইজিং প্রদর্শনী হলে শুরু হয়েছে; চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। এর লক্ষ্য হচ্ছে, গৃহস্থালি পরিষেবা শিল্পের নতুন উন্নতি তুলে ধরা এবং গৃহস্থালি পরিষেবা শিল্পের গুণগত মানের উন্নতি, সম্প্রসারণ এবং উচ্চমানের উন্নয়ন প্রচার করা।

গৃহস্থালি শিল্পের প্রথম এক্সপো এটি। এতে সারা চীনের ২০টি শহর থেকে, গৃহস্থালি পরিষেবা খাতের সুপরিচিত ৩০০টি কোম্পানি অংশগ্রহণ করছে। এগুলোর মধ্যে, বেইজিংয়ের কর্মচারী-ভিত্তিক গৃহস্থালি পরিসেবাব্যবস্থা সবার দৃষ্টি বেশি আকর্ষণ করেছে।

সাম্প্রতিক বছরগুলোতে বেইজিং কর্মচারী-ভিত্তিক গৃহস্থালি পরিসেবাব্যবস্থা গঠন করার চেষ্টা করে। এবারের মেলায় এর জন্য বিশেষ প্রদর্শনী এলাকা স্থাপিত হয়েছে। এখানে বেইজিংয়ের কর্মচারী-ভিত্তিক উদ্যোগগুলোর সর্বশেষ পণ্য এবং পরিষেবা প্রদর্শন করা হচ্ছে। কর্মচারী-ভিত্তিক গৃহস্থালি পরিসেবাব্যবস্থার আওতায় গৃহকর্মীরা তুলনামূলকভাবে বেশি আয় করতে পারে ও সামাজিক নিরাপত্তা পেতে পারে। তবে, গৃহকর্মীদের কোম্পানির নিয়ম-কানুন এবং পরিষেবার মানদণ্ড মেনে চলতে হবে। উদ্যোগগুলো কর্মীদের প্রশিক্ষণ দেবে এবং পরিষেবার স্তর উন্নত করবে। এভাবে কম্পানিগুলো বাজারে উচ্চ-মানের পরিষেবা সরবরাহ করতে পারবে এবং তাদের নিজস্ব পরিষেবা ব্র্যান্ড গড়ে তুলতে পারবে, যা গৃহস্থালি শিল্পের স্বাস্থ্যকর ও দীর্ঘমেয়াদী বিকাশে অবদান রাখবে।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn