বাংলা

জনগণের নির্বাচিত প্রতিনিধি কিভাবে জনগণের জন্য কাজ করেন

CMGPublished: 2023-03-14 15:07:18
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সোমবার চীনের বার্ষিক সর্বোচ্চ রাজনৈতিক কার্যক্রম দুই অধিবেশন অর্থাত্ জাতীয় গণ-কংগ্রেস এবং গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের বার্ষিক অধিবেশন শেষ হয়েছে। সাংবাদিক হিসেবে আমি এবারের দুই অধিবেশনের খবর প্রচারে অংশ নিতে পেরেছি, এবং স্বচক্ষে দেখেছি ও অনুভব করেছি চীনের গণতান্ত্রিক ব্যবস্থা কিভাবে কাজ করে, কিভাবে জনগণের আকাঙ্ক্ষাকে সরকারি কর্তব্যে পরিণত করা যায়।

একটি দেশ গণতান্ত্রিক কি না, তা প্রধানত দেখতে হয়, জনগণের কথা ও দাবিগুলো কাজ করে কিনা- তার মাধ্যমে। চীনে ১৪০ কোটিরও বেশি মানুষ আছে। যা বিশ্বের মোট জনসংখ্যার পাঁচ ভাগের এক ভাগ। কিভাবে এত বিশাল জনসংখ্যার দেশের মানুষের ইচ্ছা প্রকাশ ও বাস্তবায়ন করা যায়। চীনের সার্বিক প্রক্রিয়ায় জনগণের গণতন্ত্র বা ‘whole-process people's democracy’ ব্যবস্থা এক্ষেত্রে খুব কার্যকর হয়েছে।

গণতান্ত্রিক নির্বাচনের উদাহরণ দেওয়া যাক। চীনের এনপিসি’র প্রতিনিধি নির্বাচন হল বিশ্বের বৃহত্তম আকারের গণতান্ত্রিক নির্বাচন। এর মেয়াদ পাঁচ বছর। দেশের ১০০ কোটিরও বেশি ভোটার একজন প্রতিনিধি নির্বাচনের জন্য একটি ভোট দেয়। সরকারিভাবে জেলা এবং গ্রাম পর্যায়ের এনপিসি প্রতিনিধি নির্বাচন করে। আর জেলার ওপরের পর্যায়ের এনপিসি প্রতিনিধিরা পরবর্তী পর্যায়ের ভোটের মাধ্যমে গণ-কংগ্রেসের প্রতিনিধি নির্বাচন করেন। প্রত্যেক অঞ্চল, প্রত্যেক মহল, প্রত্যেক ক্ষেত্র এবং প্রত্যেক জাতির নিজস্ব এনপিসি প্রতিনিধি আছে।

যেমন ২৬.২ লাখেরও বেশি জেলা ও গ্রাম পর্যায়ের এনপিসি প্রতিনিধির মধ্যে তৃণমূল পর্যায়ের শ্রমিক, কৃষক ও পেশাদার প্রযুক্তি কর্মীর হার ৫২.৫৩ শতাংশ। গ্রাম পর্যায়ের এনপিসি’র প্রতিনিধিদের হার ৭৬.৭৫ শতাংশ। চলতি বছর ২৯৭৭জন এনপিসি প্রতিনিধির মধ্যে সংখ্যালঘু জাতির প্রতিনিধির সংখ্যা ৪৪২জন।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn