বাংলা

চীনের অর্থনৈতিক উন্নয়ন বিশ্বে অবদান রাখবে: আন্তর্জাতিক মতামত

CMGPublished: 2023-03-13 10:03:28
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

দুই অধিবেশন বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। বিশেষ করে, চীনের অর্থনৈতিক উন্নয়ন আঞ্চলিক সমৃদ্ধি এবং বিশ্বের অর্থনৈতিক পুনরুদ্ধারে অবদান রাখবে বলে বিশ্বাস করে আন্তর্জাতিক সমাজ। তারা মনে করে, চীনের অর্থনৈতিক উন্নয়ন জনগণকেন্দ্রিক এবং চীনের উন্নয়নের অভিজ্ঞতা থেকে শেখার সুযোগ আছে।

সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির ইস্ট এশিয়ান ইনস্টিটিউটের ডিরেক্টর বার্ট হফম্যান (Bert Hofman) ২০২৩ সালে চীনের জিডিপি লক্ষ্য এবং বিশ্ব অর্থনীতিতে দেশটির অবদান সম্পর্কে তার মতামত প্রকাশ করেছেন। তিনি বলেন,

“আমি মনে করি যে চীনের ৫শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা মার্জিত ও বুদ্ধিদীপ্ত। আমরা প্রথম কয়েক মাসে যে ডেটা দেখেছি তার ভিত্তিতে এই লক্ষ্যটি উপযুক্ত। অর্থনীতি মোটামুটি দৃঢ়ভাবে প্রত্যাবর্তন করছে বলেই মনে হচ্ছে, ভোগের দৃষ্টিকোণ এবং উত্পাদন উভয় সক্রিয় রয়েছে। সুতরাং এর ৫ শতাংশ বৃদ্ধি অর্জন করা তুলনামূলকভাবে সহজ বলেই বোঝা যায়। তবে খুব বেশি লক্ষ্য নির্ধারণ না-করাও বুদ্ধিমানের কাজ। আর্থিক অবস্থাকে সমর্থন করার লক্ষ্যে কাঠামোগত সংস্কারের জন্য এখন আরও স্পেস রয়েছে। তাই চীনের অর্থনৈতিক ঝুঁকি কমানোর লক্ষ্য খুবই গুরুত্বপূর্ণ।”

মিশরের প্রাক্তন প্রধানমন্ত্রী এসাম শরাফ সাংবাদিকদের দেওয়া এক ভিডিও সাক্ষাত্কারে চীনের অর্থনৈতিক উন্নয়ন মডেলের উপর জোর দেন। তিনি বলেন, চীনের উন্নয়ন শুধু নিজের জন্যই লাভজনক না, বরং সারা বিশ্বের জন্যও উপকারী।

ফিলিপিন্সের রাজার বাণিজ্য ও শিল্প উপসচিব সেভেরিনো রুডলফ বলেছেন, চীন টেকসই ও উদ্ভাবনী উন্নয়নের পাশাপাশি উৎপাদন ও পরিষেবা খাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চীন বাজারের সুযোগের প্রতিনিধিত্ব করে। আরও গুরুত্বপূর্ণ, প্রযুক্তি ও বিনিয়োগের উৎস হিসেবে চীন ফিলিপিন্সের গুরুত্বপূর্ণ অংশীদার।

প্রাক্তন থাই উপপ্রধানমন্ত্রী এবং চীন-থাই কালচারাল এক্সচেঞ্জ প্রমোশন কমিটির চেয়ারম্যান ফিনিক্স জারোসোম্বাট বলেন যে, কোভিড-১৯ মহামারী বিশ্বের সব দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। আন্তর্জাতিক সমাজ চীনের অর্থনীতি পুনরুদ্ধার এবং চীনের সঙ্গে আর্থ-বাণিজ্যিক সহযোগিতা জোরদার করার অপেক্ষায় রয়েছে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর চাইনিজ স্টাডিজের পরিচালক লায়না বিশ্বাস করেন, দুই অধিবেশনের গুরুত্ব হল তারা এই বছরের এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় একটি ব্যাপক অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়নের জন্য চীনের সক্ষমতা প্রদর্শন করে।

জাম্বিয়ান গোল্ডেন পার্টির সভাপতি জ্যাকসন সিলাভি বলেন, গোটা বিশ্বকে অবশ্যই স্বীকার করতে হবে যে, চীনা-শৈলীর আধুনিকীকরণ চীনের উন্নয়নকে সক্রিয়ভাবে প্রচার করেছে এবং চীনা জনগণের জীবিকা উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। আমরা আত্মবিশ্বাসী যে চীন বিশ্বের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। অন্যান্য উন্নয়নশীল দেশগুলির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল- চীনা-শৈলীর আধুনিকীকরণের ক্ষেত্রে চীনের সফল অভিজ্ঞতা থেকে তারা শিখতে পারবে এবং উপকৃত হবে।

জিনিয়া, সিএমজি বেইজিং থেকে।

Share this story on

Messenger Pinterest LinkedIn