বাংলা

ভয়াবহ ভূমিকম্পের পর সহায়তার হাত বাড়িয়েছে আন্তর্জাতিক সমাজ: গভীর আঁধারে মানবতার আলো

CMGPublished: 2023-02-15 15:26:07
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

তুরস্ক সরকার জানায় ৯ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্বের ৬০টির বেশি দেশের সহায়তা ও সমর্থন পেয়েছে দেশটি। এক লাখ দশ হাজার উদ্ধারকর্মী কাজ করছে। সামগ্রী পাঠাতে ১৬০টি বিমান ও ২২টি জাহাজ গেছে দেশটিতে।

প্রাকৃতিক দুর্যোগ নির্দয়; তবে, মানুষের রয়েছে দয়ালু হৃদয়। আন্তর্জাতিক সমাজের উদ্ধারকারী বাহিনী একে অপরকে সাহায্য করছে এবং সবার হৃদয় তুর্কি জনগণের হৃদয়কে ঘনিষ্ঠভাবে সংযুক্ত করেছে। বাস্তব কাজের মাধ্যমে মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠনের দায়িত্ব পালন করছে। যখনই আমরা জীবনের অলৌকিক ঘটনা দেখি, এবং সোনালি উদ্ধার সময়ের পরেও আটকে পড়া মানুষদের উদ্ধার হবার খবর পাই, তখন দুর্যোগের এলাকার মানুষের মতো আমাদেরও প্রচণ্ড আনন্দ হয়। কারণ জীবনের এই অলৌকিক ঘটনা মানব সংহতির চেতনা এবং মানবতাবাদের চিহ্ন। এটি মানবজাতির বিজয়।

প্রাকৃতিক দুর্যোগ ও যুদ্ধ, সন্ত্রাসবাদ আন্তর্জাতিক নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে বিশ্বের নানা দেশের মানুষকে একসাথে মোকাবিলা করতে হবে। যেমন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, আমরা পৃথিবী নামক গ্রামে বাস করি এবং অভিন্ন লক্ষ্যের একটি কমিউনিটি। কেবল ঐক্যবদ্ধ থাকলে এশিয়া ও বিশ্বের উন্নয়ন এগিয়ে নিতে পারব।

যদিও পৃথিবীতে নানা দ্বন্দ্ব, মতভেদ ও সংঘাত রয়েছে, তবে এখনও মানুষ দৃঢ়ভাবে একত্রে দাঁড়িয়ে আছে। যতদিন আমরা একসাথে নিঃশ্বাস নেব, অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠন করব, ততদিন আমাদের দারুণ ঘটনা এবং একটি ভাল ভবিষ্যত তৈরি করার ক্ষমতা থাকবে।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn