বাংলা

বেইজিং শীতকালীন অলিম্পিকের পর প্রথম শীতকালে বরফ ও তুষার খেলার মধ্য দিয়ে বসন্ত উৎসবের আনন্দ উপভোগ করছেন চীনারা

CMGPublished: 2023-01-23 17:09:23
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আরও একটি শীতকাল এসেছে। আরও একবার চীনের ঐতিহ্যবাহী নববর্ষ এসেছে। গত বছরের এ সময় চীনারা অনেক উৎসাহের সঙ্গে বেইজিং শীত্কালীন অলিম্পিক গেমসকে স্বাগত জানিয়েছিল। এ গেমসের কারণে ৩০ কোটি চীনা বরফ ও তুষার খেলায় অংশ নিতে পেরেছেন। বেইজিং শীত্কালীন অলিম্পিক গেমসের এক বছরের মধ্যে বরফ ও তুষার খেলা নিয়ে আবারও উৎসাহিত হয়ে উঠেছেন চীনারা। তারা বরফ ভাস্কর্য উপভোগ করেন, স্কিং করেন এবং বরফ ও তুষার দিয়ে খেলেন। বরফ ও তুষার ক্রীড়ার আনন্দ উপভোগের পাশাপাশি উদ্যমী-উদ্দীপনায় বসন্ত উৎসব উদযাপন করছেন চীনারা।

সম্প্রতি বেইজিংয়ের সামার প্যালেস, ওল্ড সামার প্যালেস, শি ছা হাই ও বেইজিং শীত্কালীন অলিম্পিক পার্কসহ ৬০টিও বেশি স্কেটিং মাঠ খোলা হয়েছে। লোকেরা বরফে স্লাইড করতে পারে এবং বরফের গাড়ি ও বাইকসহ নানা বিনোদনমূলক কার্যক্রমে অংশ নিতে পারে। এদিক থেকে বেইজিং শীত্কালীন অলিম্পিকের সাফল্য উপভোগ করছেন চীনারা। চীনের জাতীয় আলপাইন স্কি সেন্টার প্রথমবারের মতো জনগণের জন্য খুলে দেওয়া হয়েছে। অনেক স্কিপ্রেমিক এখানে স্কি করতে এসেছে। উ খ্য সোং ক্রীড়া কেন্দ্র এবং শৌ কাং স্কি জাম্পিং কেন্দ্রে অনেকে স্কি ও স্কেটিং প্রশিক্ষণ নিচ্ছেন এবং পরিদর্শন করছেন।

হ্য পেই প্রদেশের ছোং লি’র ইয়ুন থিং স্কি পার্কে U-আকৃতির মাঠে তুষার দক্ষতাসহ বেইজিং শীত্কালীন অলিম্পিক গেমসের ৫টি ট্র্যাক একই সঙ্গে চালু করা হয়েছে। যাতে অনেক তুষার প্রেমিকের প্রত্যাশা পূরণ হয়েছে। তা ছাড়া বিভিন্ন তুষার মাঠে সরঞ্জাম নবায়ন করা এবং পরিপূরক ব্যবস্থা সম্পূর্ণ করা হয়েছে, যা সবার তুষার ক্রীড়ার অভিজ্ঞতা অর্জনে আরও সুবিধাজনক পরিবেশ দিয়েছে।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn