প্রসঙ্গ: সুযোগ আঁকড়ে ধরে এবং চ্যালেঞ্জ মোকাবিলা করে গোটা চীনে বেসরকারি খাতের উন্নয়ন ত্বরান্বিত করা
ডিসেম্বর ২৮: বাজারের পরিবর্তনের সাথে খাপ খাইয়ে, ডিজিটাল অর্থনীতির বিকাশ করা জরুরি। গোটা চীনে বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানগুলো সৃষ্ট বিভিন্ন সুযোগের দিকে লক্ষ্য রাখছে, উচ্চ-মানের উন্নয়ন অর্জনের জন্য উদ্ভাবনের পথে অগ্রসর হচ্ছে।
শেনজেনের টেনসেন্ট-এ, কর্মীরা ভিডিও কনফারেন্সের মান বাড়াতে ৩ডি প্রযুক্তি ব্যবহার করছে৷ ক্রমাগত আপডেটের পর, এখন টেনসেন্ট সম্মেলন একই সময়ে কয়েক মিলিয়ন ব্যবহারকারীকে অনলাইনে সেবা দিতে পারে৷ তিন বছর আগে, টেনসেন্ট কনফারেন্সের প্রাথমিক ডেভেলপমেন্ট টিমে মাত্র কয়েক ডজন লোক ছিল। কিন্তু চাহিদা বেড়ে যাওয়ায়, টেনসেন্ট দ্রুত ১৩০ জনেরও বেশি প্রযুক্তিগত বিশেষজ্ঞকে একত্রিত করে। এই টিম দ্রুততম সময়ের মধ্যে ২০ বার আপডেট করেছে। এর ফলে দুই মাসের মধ্যে, টেনসেন্ট কনফারেন্সের দৈনিক ব্যবহারকারীর সংখ্যা দ্রুত ১০ লাখে পৌঁছে যায়।
বিগত তিন বছরে, টেনসেন্টের গবেষণা ও উন্নয়ন খাতে ব্যয়ের গড় বার্ষিক প্রবৃদ্ধি ৩০ শতাংশ ছাড়িয়ে যায়। গবেষণা ও উন্নয়ন খাতে প্রতিষ্ঠানের মোট বিনিয়োগ ১৫০ বিলিয়ন ইউয়ান ছাড়িয়ে গেছে। কর্মচারীদের মধ্যে, বর্তমানে প্রায় ৭০ শতাংশ প্রযুক্তিগত গবেষণা কর্মী।
২০২০ সালে, জাতীয় ও স্থানীয় পর্যায়ের সরকারের উত্সাহব্যঞ্জক নীতিমালার কারণে, নতুন পণ্য ও নতুন ফর্ম্যাট আবির্ভূত হতে থাকে। এখন পর্যন্ত টেনসেন্ট সাতটি নিরাপত্তা পরীক্ষাগার এবং চারটি এআই পরীক্ষাগার স্থাপন করেছে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক পর্যন্ত, টেনসেন্ট বিশ্বের প্রধান প্রধান দেশ ও অঞ্চলে ৫৭ হাজারেরও বেশি পেটেন্ট আবেদন জমা দিয়েছে, যার মধ্যে উদ্ভাবনের পেটেন্টের সংখ্যা ৯০ শতাংশেরও বেশি।
শাংহাইয়ের ইউয়েক্সিং গ্রুপ, যার প্রধান ব্যবসা হল পরিষেবা শিল্প, সারা দেশে ২০০টিরও বেশি বড় আকারের বাণিজ্যিক প্ল্যাটফর্ম পরিচালনা করে। ২০১৯ সাল পর্যন্ত, ইউয়েক্সিং গ্রুপ টানা ১০ বছর, ‘শীর্ষ ৫০০ চায়নিজ সার্ভিস এন্টারপ্রাইজ’ এবং ‘শাংহাই শীর্ষ ১০০ প্রাইভেট এন্টারপ্রাইজ’ এবং টানা ২১ বছর ‘শীর্ষ ৫০০ চায়নিজ প্রাইভেট এন্টারপ্রাইজ’ তালিকায় ছিল।