বাংলা

কাতার বিশ্বকাপে চীনা উপাদান

CMGPublished: 2022-11-22 14:27:23
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ২২:২০২২ সালের কাতার বিশ্বকাপ শুরু হয়েছে ২০ নভেম্বর। সারা বিশ্বের ফুটবল-ভক্তদের জন্য এটি একটি চার বছরের কার্নিভাল। ফুটবল ছাড়াও, কাতারে আমাদের ‘মেড ইন চায়না’ পণ্যও রয়েছে। স্টেডিয়াম থেকে শুরু করে কন্টেইনার হাউস এবং বৈদ্যুতিক বাস পর্যন্ত চীনের তৈরি পণ্য ২০২২ সালের ফিফা বিশ্বকাপে জ্বলজ্বল করছে।

লুসাইল স্টেডিয়াম হলো কাতার বিশ্বকাপের মূল স্টেডিয়াম। এখানে ফাইনাল খেলাসহ বিশ্বকাপের মোট ১০টি ম্যাচ আয়োজিত হবে। স্টেডিয়ামটি ৮০ হাজার দর্শক বহন করতে সক্ষম। এটি কাতারের বৃহত্তম স্টেডিয়াম। চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশন এটি নির্মাণ করেছে। এই প্রথম কোনো চীনা কোম্পানি বিশ্বকাপের ভেন্যু তৈরি করেছে। কাতারের নতুন ১০ রিয়াল মূল্যের নোটে লুসাইল স্টেডিয়ামের ছবি আছে। এ ধরনের একটি স্টেডিয়াম সফলভাবে নির্মাণ করে চীনা কোম্পানি প্রযুক্তিগত সক্ষমতা দেখিয়েছে।

চীনা কোম্পানিগুলো ‘ফ্যান ভিলেজ’-সহ কাতারের অন্যান্য বিশ্বকাপ স্টেডিয়াম নির্মাণেও অংশগ্রহণ করেছে। কাতারের ভূমির আয়তন মাত্র ১১ হাজার বর্গকিলোমিটারের কিছু বেশি। বিশ্বজুড়ে হাজার হাজার ফুটবলভক্তের জন্য থাকার ব্যবস্থা করতে মধ্যপ্রাচ্যের এই দেশটি দেশের রাজধানী দোহার দক্ষিণে ‘ফ্যান ভিলেজ’ নামক ছয় হাজার কন্টেইনার-ঘর তৈরি করেছে। প্রতিটি ঘরে দুই জন লোক থাকতে পারে। এই কন্টেইনার হাউসগুলোর মান খুব ভালো এবং প্রতিটিতে টয়লেট, এয়ার কন্ডিশনার ও ফ্যান রয়েছে।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn