বাংলা

ইউরোপে জনপ্রিয় হচ্ছে চীনের তৈরি শীতকালীন পণ্য

cmgPublished: 2022-11-01 16:14:24
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ১: শীতকাল ঘনিয়ে আসছে। ইউরোপে এখন প্রাকৃতিক গ্যাসের সরবরাহ সীমিত এবং দামও আকাশচুম্বী হয়ে পড়েছে। আরও বেশি সংখ্যক ইউরোপীয়রা ‘মেড ইন চায়না’র পণ্য খুঁজছেন। চীনের তৈরি শীতকালীন পণ্য—যেমন, শরতের কাপড়, লম্বা প্যান্ট, হিটার এবং বৈদ্যুতিক কম্বল ইউরোপে রপ্তানি হয় এবং ইউরোপীয় ভোক্তাদের জন্য একটি শীতকালীন প্রয়োজনীয় পণ্য হয়ে উঠেছে এসব।

সম্প্রতি চীনের চেচিয়াং, শানতোং, কুয়াংতোং এবং অন্যান্য জায়গায় কারখানাগুলো বিদেশী অর্ডারের বিপরীতে পণ্য তৈরিতে ব্যস্ত থাকতে দেখা যায়।

নিংবো কাস্টমসের পরিসংখ্যানে দেখা যায়, গত জানুয়ারি থেকে অগাস্ট পর্যন্ত নিংবো থেকে ইউরোপে প্যান্টিহোজের রপ্তানি মূল্য ৩ কোটি ১০ লাখ ৯১ হাজার ইউয়ানে পৌঁছায়, যা গত বছরের তুলনায় ১০০.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর ঐতিহ্যবাহী টুপি, স্কার্ফ, গ্লাভসের রপ্তানিও ভালো।

তা ছাড়া, ইউরোপে চীনের এয়ার কন্ডিশনার, ইলেকট্রিক ওয়াটার হিটার, ইলেকট্রিক হিটার এবং অন্যান্য পণ্যের রপ্তানিও প্রবৃদ্ধির প্রবণতা বজায় রেখেছে।

রাষ্ট্রীয় শুল্ক প্রশাসনের ডেটা অনুযায়ী, শুধুমাত্র এই বছরের জুলাই মাসে ইউরোপের ২৭টি দেশ চীন থেকে ১২.৯ লাখ বৈদ্যুতিক কম্বল আমদানি করেছে, যা গত মাসের তুলনায় প্রায় ১৫০ শতাংশ বেশি।

কেন চীনের তৈরি এসব সরঞ্জাম ইউরোপে জনপ্রিয় হয়েছে?

জ্বালানির দাম বেড়ে যাওয়ায় ইউরোপীয় গ্রাহকরা আরও জ্বালানি-সাশ্রয়ী সরঞ্জাম খুঁজছেন।

চেচিয়াং প্রদেশের ছিসি শহর চীনের হিটার উৎপাদন ঘাঁটিগুলোর মধ্যে অন্যতম। এর রপ্তানি পরিমাণ সারা দেশের ৩০ শতাংশ। পূর্ববর্তী বছরগুলোতে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় ছিল বৈদ্যুতিক হিটার উৎপাদনের পিক টাইম। চলতি বছর সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানগুলো ইউরোপ এবং অন্যান্য জায়গার গ্রাহকদের পুনরায় অর্ডারের জন্য ব্যস্ত থাকে।

ইউরোপে চীনের ‘হিটিং আর্টিফ্যাক্ট’র জনপ্রিয়তা শুধুমাত্র আন্তর্জাতিক পরিস্থিতি, জলবায়ুর পরিবর্তন এবং অন্যান্য কারণের সঙ্গে সম্পৃক্ত নয়, বরং চীনের শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রস্তুতির সঙ্গেও ঘনিষ্ঠভাবে জড়িত। এ থেকে প্রমাণিত হয় যে, ‘মেড ইন চায়না’ গ্লোবাল সাপ্লাই চেইন সিস্টেমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বিশেষজ্ঞদের মতে, ইউরোপীয় ইউনিয়নে চীনের রপ্তানিকৃত শীত কাটানোর সরঞ্জামগুলোর দুটি সুবিধা রয়েছে: উচ্চ মান এবং কম দাম। আন্তর্জাতিক বাজারে এসবের দাম আরও প্রতিযোগিতামূলক। দ্রুত উত্পাদন এবং শিপিং ক্ষমতা অন্যান্য দেশকে একটি অতুলনীয় সুবিধা দেয়। যেমন, একটি বৈদ্যুতিক কম্বলের গড় মূল্য হল ১২ মার্কিন ডলার। অনেক শিল্পপ্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তারা বলেন, এত বেশি ক্রেতা এখানে আসার কারণ হল মূলত চীনা সরঞ্জাম, যার কার্যকারিতা, নিরাপত্তা এবং দাম অনেক সুবিধাজনক।

সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করেন, গরম করার পণ্যগুলোর পুনরায় অর্ডার করার এই তরঙ্গটি অনেক চীনা নির্মাতাদের জন্য একটি স্বল্পস্থায়ী পরিস্থিতি হতে পারে; তবে, এটি হিটার শিল্পে পরিবর্তন আনবে। অনেক কোম্পানি ইতিমধ্যেই নতুন দফা পণ্য গবেষণা এবং উন্নয়ন শুরু করেছে। এই সুযোগটিকে কাজে লাগিয়ে দেশী এবং বিদেশী বাজারগুলোকে আরও প্রসারিত করার আশা প্রকাশ করছে তারা।

বর্তমানে অনেক চীনা কোম্পানি সক্রিয়ভাবে পণ্যের অতিরিক্ত মান উন্নত করছে এবং পণ্যের মানকে মধ্য ও উচ্চ শ্রেণীতে রূপান্তরিত করছে। কারণ তারা স্পষ্ট জানেন, উচ্চতর প্রযুক্তি-সম্পন্ন পণ্যগুলো বাজারে আরও সমাদৃত হয়। উদাহরণস্বরূপ, এই বৈদ্যুতিক কম্বলের তাপমাত্রা নিয়ন্ত্রণের সুইচটিতে শুধুমাত্র ইংরেজি, ইতালিয়ান, স্প্যানিশ, ফ্রেঞ্চ, জার্মান এবং অন্যান্য ভাষা লেখা নয়, বিভিন্ন অতিরিক্ত ফাংশন বিকল্পও রয়েছে।

চীনের সাপ্লাই চেইন প্রতিযোগিতায় মার্কেট স্পেস এবং সাপোর্টিং ক্ষমতা ধীরে ধীরে আরও সুস্পষ্ট সুবিধা হয়ে উঠেছে। চীনের শিল্পপ্রতিষ্ঠানগুলোকে আরও অবিচ্ছিন্নভাবে প্রযুক্তি গবেষণা ও উন্নয়ন এবং পণ্য উদ্ভাবনের স্তরের উন্নতি করতে হবে; ধীরে ধীরে ব্র্যান্ডিং বাস্তবায়ন করতে হবে এবং মানদণ্ড পূর্ণাঙ্গ করে তোলার মাধ্যমে পণ্যের গুণগত মান আপগ্রেড করতে করতে হবে। তাদের রপ্তানি এবং অভ্যন্তরীণ বিক্রয়কে উচ্চ-মানের উন্নয়নের পথে পরিচালিত করতে হবে।

লিলি/এনাম

Share this story on

Messenger Pinterest LinkedIn