বাংলা

দশ বছরে সকলের প্রচেষ্টায় আরও সুন্দর হয়ে উঠেছে চীন

CMGPublished: 2022-06-06 16:28:19
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সুন্দর পরিবেশে ছবি তোলতে কে অপছন্দ করেন? অনেক বন্ধু সামাজিক মাধ্যম ও মাইক্রো ব্লগে তাদের ইচ্ছেমতো তোলা সুন্দর দৃশ্যের ছবি পোস্ট করতে পছন্দ করেন। অনেকে আবেগ প্রকাশ করে বলেন, প্রতিটি ছবিকে স্ক্রিনসেভার হিসেবে ব্যবহার করা যায়। প্রতিটি ছবিতে যে নিখাত সৌন্দর্য দেখা যায়, তাতে চীনের গত ১০ বছরের পরিবেশ সংরক্ষণের সাফল্য প্রতিফলিত হয়েছে।

গতকাল ৫ জুন ছিল বিশ্ব পরিবেশ দিবস। এ বছরের পরিবেশ দিবসের প্রতিপাদ্য ছিল ‘যৌথভাবে পরিষ্কার ও সুন্দর বিশ্ব গড়ে তোলা’। এ উপলক্ষ্যে আজ আমি গত ১০ বছরে পরিবেশ সংরক্ষণে চীনের শীর্ষনেতা সি চিন পিংয়ের গুরুত্বারোপ, বিভিন্ন পর্যায়ের যৌথ প্রচেষ্টার পর অর্জিত অগ্রগতি আলোকপাত করবো।

চীনের কমিনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির অষ্টাদশ কংগ্রেসের পর থেকে প্রেসিডেন্ট সি চিন পিং’র নেতৃত্বে কেন্দ্রীয় কমিটি পরিবেশগত সভ্যতা প্রতিষ্ঠার জন্য অভূতপূর্ব শক্তি প্রয়োগ করে আসছে। ‘সুন্দর চীন’ গঠনে ব্যাপক অগ্রগতি অর্জিত হয়েছে। পরিসংখ্যান থেকে জানা গেছে, গত ১০ বছরে চীনে কৃত্রিম বন তৈরির পরিমাণ সারা বিশ্বের চারভাগের এক ভাগ। বনাঞ্চলের আয়তন ৭ কোটি হেক্টর বৃদ্ধি পেয়েছে, যা বিশ্বের প্রথম স্থান দখল করেছে। ‘পরিষ্কার পানি ও সুবজ পর্বত হলো সোনালি ও রুপালি পবর্ত’।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn