বাংলা

আজকের টপিক: ব্রাজিলে ‘ব্রিক্সভুক্ত দেশগুলোর’ উন্নয়নে চীনা প্রেসিডেন্ট সি’র চীনা প্রস্তাবের সুদূরপ্রসারী প্রভাব

CMGPublished: 2022-05-12 18:38:46
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

মে ১২: ২০১৯ সালের ১৪ নভেম্বর ব্রিক্সভুক্ত দেশগুলোর শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় অনুষ্ঠিত হয়। চীনা প্রেসিডেন্ট সি চিন পিং সম্মেলনে ‘সহযোগিতার নতুন অধ্যায় তৈরির প্রচেষ্টা’ শীর্ষক গুরুত্বপূর্ণ ভাষণ দেন। ভাষণে তিনি জোর দিয়ে বলেন, ব্রিকস দেশগুলোকে তাদের যথাযথ দায়িত্ব পালন করতে হবে; বহুপাক্ষিকতা সমর্থন ও অনুশীলন করতে হবে; এবং একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল নিরাপদ পরিবেশ তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।

বহুপাক্ষিকতার বিষয়ে প্রেসিডেন্ট সি’র ভাষণ শুধুমাত্র ব্রিকসের সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার পথ নির্দেশ করেনি, বরং ২০০৬ সালে প্রতিষ্ঠিত ব্রিক্স প্রক্রিয়া দ্বারা প্রতিষ্ঠিত দ্বিতীয় ‘সুবর্ণ দশক’-এর জন্য অবিচ্ছিন্ন ও শক্তিশালী অনুপ্রেরণা যুগিয়েছে।

কোভিড-১৯ মহামারীর বৈশ্বিক প্রাদুর্ভাবের আগে ব্রিকস নেতাদের এগারোতম বৈঠকটি ছিল ব্রিকস নেতাদের মধ্যে শেষ মুখোমুখি বৈঠক। বিশ্ব অর্থনীতির বিকাশ এবং আন্তর্জাতিক প্যাটার্নের বিবর্তনও একটি সংকটময় মুহূর্তে ছিল। ব্রাজিলিয়ান সেন্টার ফর চায়না স্টাডিজের পরিচালক রনি লিন্সের মতে, প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বহুপাক্ষিকতা চর্চার প্রস্তাব, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং মানবজাতির অভিন্ন স্বার্থের কমিউনিটি গড়ে তোলার ধারণা বাস্তবায়নের জন্য গুরুত্বপূর্ণ।

‘বহুপাক্ষিকতা, যা প্রেসিডেন্ট সি চিনপিং দীর্ঘদিন ধরে সমর্থন করে আসছেন, নতুন যুগে বিকাশের সর্বোত্তম উপায়। বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে, আমরা বিশ্বায়নে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি, এবং সামাজিক বৈষম্য ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বহুপাক্ষিকতার ধারণায় সকল দেশকে সুস্পষ্ট লক্ষ্যে একত্রিত করতে, বাস্তব অভিজ্ঞতা ভাগাভাগি করতে এবং অর্থনৈতিক, সামাজিক অগ্রগতি ও টেকসই উন্নয়ন প্রচার করতে হবে।"

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn