২০২০ সালে চীনের বসন্ত উত্সবের যাতায়াত আনুষ্ঠানিকভাবে শুরু
গত ১০ জানুয়ারি ২০২০ সালে চীনের বসন্ত উত্সবের যাতায়াত আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। চীনে একটি প্রবাদ আছে, টাকা থাকুক বা না থাকুক, বাড়ি ফিরে বসন্ত উত্সব উদযাপন করুন। এ বছরের বসন্ত উত্সবের ছুটি কাটাতে নানা প্রদেশের কর্মরত মানুষ বাড়ি ফিরে যাচ্ছেন। চীনের দ্রুত গতির ট্রেন, সড়ক পরিবহণসহ যাতায়াত ব্যবস্থার উন্নয়নে তাদের বাড়ি ফিরে বসন্ত উত্সব উদযাপনের স্বপ্ন পূরণ হচ্ছে। সুপ্রিয় শ্রোতা, আজকের চলুন বেড়িয়ে আসি অনুষ্ঠানের প্রথম পর্বে শুনুন এ সম্পর্কিত এক প্রতিবেদন।