বাংলা

ইতিহাসের সাক্ষী ভারতের আগ্রা দুর্গ

CMGPublished: 2024-11-01 16:37:08
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ১: আগ্রা দুর্গ এবং তাজমহল একে অপরের দিকে তাকিয়ে থাকে। বয়স্ক সম্রাট এখানে তার প্রয়াত স্ত্রীকে স্মরণ করতেন। রাজকীয় প্রেমকাহিনী এ শহরটিকে রোমঞ্চকর করে তোলে। কিন্তু আরেকটি গল্প দুঃখজনক। পুত্ররা সিংহাসনের জন্য তাদের পিতাকে বন্দি করেছিল এবং একে অপরকে হত্যা করেছিল, যার কারণে এই দুর্গের বাতাসে একাকীত্বের হাহাকার। আগ্রা দুর্গের ভিতরের এবং বাইরের দুটি দেয়ালই লাল বেলেপাথরে তৈরি। এর স্থাপত্য হল ভারতীয় ইসলামি শিল্পের শীর্ষ যুগের একটি প্রতিনিধিত্বমূলক কাজ। আগ্রা দুর্গ একটি অত্যন্ত বিলাসবহুল প্রাসাদ যা সম্রাট আকবার দশ বছর সময় ধরে নির্মাণ করেছিলেন। তার নাতি শাহজাহান সিংহাসনে বসার পর আরও কিছু প্রাসাদ নির্মাণ করেছিলেন, যা আগ্রা দুর্গকে আরো শান-শওকতপূর্ণ করে তোলে।

Share this story on

Messenger Pinterest LinkedIn