সাদা ফেনায় পরিপূর্ণ যমুনা, ভারতে জল দূষণ নিয়ন্ত্রণ জরুরি
অক্টোবর ৩০: ভারতের নয়াদিল্লিতে, যমুনা নদী মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছে। নদীপৃষ্ঠে প্রচুর পরিমাণে বিষাক্ত সাদা ফেনা ভাসছে। পরিবেশ বিশেষজ্ঞদের মতে, ক্ষতিকর এ ফেনায় অ্যামোনিয়া এবং ফসফেটের উচ্চ ঘনত্ব রয়েছে, যা শ্বাসযন্ত্র এবং ত্বকের সমস্যাসহ গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে।