গাছের মধ্যে লুকিয়ে বর্ণচোরা গিরগিটি
অক্টোবর ১০: ভারতের পশ্চিমবঙ্গের তেহাতাতে, ইস্টার্ন গার্ডেন লিজার্ড নামে পরিচিত একটি গিরগিটি (ক্যালোটস ভার্সিকলার), গাছের ডাল ও পাতার আড়ালে নিজেকে লুকিয়ে রেখেছে। বাচ্চা ইস্টার্ন গার্ডেন লিজার্ড প্রাপ্তবয়স্কদের মতো একই খাবার খায়, তবে কম পরিমাণে এবং আরও ঘন ঘন, সাধারণত দিনে দুই থেকে তিন বার।