বাংলা

বুড়িগঙ্গা নদীর ‘ডিঙ্গি নৌকা’

CMGPublished: 2024-10-04 16:03:24
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

২০ সেপ্টেম্বরের ছবি। বাংলাদেশের রাজধানী ঢাকা। ছবিতে বুড়িগঙ্গা নদীর তীরে মুরিংগুলোর চারপাশে কাঠের নৌকার বহর দেখা যাচ্ছে। এই নদীটি একটি অত্যাবশ্যকীয় পরিবহন ধমনী, যা পণ্য ও মানুষের চলাচলের জন্য ব্যবহৃত হয়। ঢাকার এসব নৌকা ‘ডিঙ্গি’ নামে পরিচিত। দক্ষ মাঝি এ নৌকায় শ্রমিক, পণ্য ও পর্যটক পারাপার করে।

Share this story on

Messenger Pinterest LinkedIn