সেকেন্ড-হ্যান্ড চামড়া শুকানো
চামড়া-শ্রমিকরা পুরানো সেকেন্ড-হ্যান্ড চামড়া শুকিয়ে ব্যবহারের জন্য প্রস্তুত করছে। বিপুল আহমেদ বলেন, ‘এটি বাংলাদেশের একটি জনপ্রিয় শিল্প, যা অত্যন্ত লাভজনক। পরিবেশের জন্যও ভালো। পুরানো বা সেকেন্ড-হ্যান্ড চামড়া পুনঃব্যবহারের জন্য খুব কম টাকায় কেনা হয়। স্থানীয় বাজার ছাড়া, এসব বিভিন্ন দেশেও বিক্রি হয়।’