চোখ জুড়ানো বাসন্তী দৃশ্য
মার্চ ২৫, সিএমজি বাংলা ডেস্ক: দক্ষিণ চীনের কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলে এখন ভরা বসন্ত। এই অঞ্চলের পাহাড়গুলো সেজেছে বাসন্তী রঙে। পাহাড়ি গ্রামের কৃষিক্ষেত্রগুলোতে চলছে বসন্তকালীন কৃষিকাজ। সানচিয়াং তোং স্বায়ত্তশাসিত এলাকার চাবাগানগুলোতে চলছে পাতা তোলার কাজ।
ছিয়ানচিয়াং নদী ও এর তীরবর্তি এলাকায় ফুটন্ত ফুলের সৌন্দর্য মুগ্ধ করছে পর্যটকদের। কৃষিক্ষেত্রে ফুটেছে কোলে এবং রাপসিড ফুল। তৈলবীজ সরিষাজাতীয় এই হলুদ ফুলগুলোর সৌন্দর্য যেমন আকর্ষণীয় তেমনি এর অর্থনৈতিক মূল্যও রয়েছে। কৃষকরা এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন মাঠে।
এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে আসছেন পর্যটকরা। গ্রামীণ অর্থনীতির পালে তাই হাওয়া লেগেছে। জমে উঠেছে ছোট ছোট হোম স্টে এবং ব্রেড অ্যান্ড বেড হোটেলগুলো।
শান্তা/ফয়সল