বাংলা

চতুর্দশ জাতীয় গণ-কংগ্রেসের অষ্টম অধিবেশন শেষ

CMGPublished: 2024-02-27 19:03:50
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ফেব্রুয়ারি ২৭: মঙ্গলবার সকালে চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান চাও ল্য চি, চতুর্দশ জাতীয় পিপলস কংগ্রেসের স্থায়ী কমিটির অষ্টম অধিবেশনের সমাপনী সভায় সভাপতিত্ব করেন। সভার প্রাসঙ্গিক ভোটিংয়ের পর চাও ল্য চি একটি বক্তৃতা দেন।

চাও ল্য চি উল্লেখ করেন, এই সভা সুষ্ঠুভাবে সব নির্ধারিত কাজ শেষ করেছে, স্থায়ী কমিটির কাজের প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক নথি পর্যালোচনা ও অনুমোদন করেছে এবং চতুর্দশ জাতীয় গণকংগ্রেসের দ্বিতীয় অধিবেশনের জন্য প্রস্তুত করেছে। স্থায়ী কমিটির খসড়া কার্য প্রতিবেদনের সঙ্গে সাধারণত সবাই একমত হয়েছেন। তিনি বলেন, পর্যালোচনার সময় উত্থাপিত মতামত এবং পরামর্শের জন্য, সাবধানতার সাথে সেসব মতামত বাছাই ও অধ্যয়ন করতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব খসড়া প্রতিবেদনটি সংশোধন এবং উন্নত করতে হবে এবং প্রক্রিয়া অনুসারে পর্যালোচনার জন্য এটি চতুর্দশ জাতীয় গণ-কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে জমা দিতে হবে।

চাও ল্য চি উল্লেখ করেন যে, রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষার নতুন সংশোধিত আইন গোপনীয়তা বিষয়ক কাজের মূল নীতিগুলি স্পষ্ট করেছে, গোপনীয়তার ব্যবস্থা, তদারকি ব্যবস্থা আরও উন্নত করেছে এবং নতুন আইনের অধীনে গোপনীয়তা বিষয়ক কাজগুলো ভাল করার জন্য একটি শক্তিশালী আইনি গ্যারান্টি দিয়েছে। সংশ্লিষ্ট পক্ষের উচিত আইনের প্রচার জোরদার করা এবং আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিত করার জন্য অবিলম্বে সহায়ক প্রবিধান জারি করা।

Share this story on

Messenger Pinterest LinkedIn