বাংলা

চীনে বিভিন্ন এলাকায় বসন্তকালীন শস্যবপন শুরু

CMGPublished: 2024-02-18 20:21:00
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ফেব্রুয়ারি ১৮: বসন্ত আসছে। এখন চীনের প্রধান খাদ্যশস্য চাষ এলাকায় দক্ষিণ থেকে উত্তরে চাষাবাদের আয়োজন চলছে।

বসন্তে চাষাবাদের এলাকা গোটা বছরের অর্ধেকেরও বেশি।

শীতকালে লাগানো গম হল গ্রীষ্মকালীন প্রধান শস্য। এই গম চাষের মাঠ ব্যবস্থাপনা এখন একটি গুরুত্বপূর্ণ সময়ে প্রবেশ করছে। বর্তমানে প্রধান গম উতপাদনকারী এলাকায় মাটির আর্দ্রতা গত দশ বছরে সবচেয়ে ভালো, যা গমের বৃদ্ধি ও ফলনের জন্য ভালো।

Share this story on

Messenger Pinterest LinkedIn