বাংলা

উরুমুছির গ্র্যান্ড বাজারে বসন্ত উত্সব উদযাপন

CMGPublished: 2024-02-11 16:13:43
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ফেব্রুয়ারি ১১: গতকাল (শনিবার) ছিল চীনা নববর্ষের প্রথম দিন। সিনচিয়াংয়ের উরুমুছির গ্র্যান্ড বাজারে ধারাবাহিক লোককাহিনীর অনুষ্ঠান আয়োজন করা হয় এবং অনেক স্থানীয় মানুষ ও পর্যটক জড়ো হয়।

উল্লেখ্য, বসন্ত উত্সবের সময়ে উরুমুছি গ্র্যান্ড বাজারে বসন্ত উত্সব, লণ্ঠন উত্সবের লোককাহিনী ও অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যবাহী অনুষ্ঠান এবং কেনাকাটার আয়োজন করা হয়।

১. উদ্বোধনী অনুষ্ঠানের নৃত্য

২. সিংহ নাচ

৩. সংখ্যালঘু জাতির পোশাক প্রদর্শন

৪. ৩০০টি লণ্ঠন দিয়ে তৈরি বড় একটি “হুলু”

৫. চীনের জাতীয় অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যবাহী নাচ- ছাওশান ইংগ নাচ

Share this story on

Messenger Pinterest LinkedIn