আবার খুলেছে পান্ডার ঘর
জানুয়ারি ২২, সিএমজি বাংলা ডেস্ক: তিনমাস সংস্কার কাজের পর আবার খুলেছে থিয়ানচিন চিড়িয়াখানায় জায়ান্ট পান্ডার ঘর। উত্তরচীনের থিয়ানচিন মহানগরীর ‘থিয়ানচিন জু’ তিনমাসে ঢেলে সাজিয়েছে পান্ডার আবাসস্থল। এখানে যোগ হয়েছে সবরকম আধুনিক ব্যবস্থা। ডেক চেয়ারে বসে থাকার , নিজের মতো ঘোরাঘুরি এবং খেলাধুলারও আয়োজন রয়েছে জায়ান্ট পান্ডার জন্য।
জায়ান্ট পান্ডা সি ল্য এখানে এখন মহাসুখে আছে।
শান্তা/হাশিম