বাংলা

উৎসবের সাজে শাংহাই ইয়ুইয়ুয়ান গার্ডেন

CMGPublished: 2024-01-22 14:41:53
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জানুয়ারি ২২, সিএমজি বাংলা ডেস্ক: চীনের শাংহাই মহানগরীর ইয়ুইয়ুয়ান গার্ডেন সেজেছে আলোর সাজে। আসন্ন বসন্ত উৎসবকে ঘিরে এখানে চলছে লণ্ঠন প্রদর্শনী। বসন্ত উৎসব উদযাপনের একটি প্রধান ইভেন্ট হরো শাংহাইয়ের ইয়ুইয়ুয়ান গার্ডেন ল্যান্টার্ন ফেয়ার। বিচিত্র সব আকার ও রঙে এখানে চাইনিজ লণ্ঠন প্রদর্শন করা হচ্ছে। এ বছরের মেলার প্রতিপাদ্য বেছে নেয়া হয়েছে প্রাচীন চীনা গ্রন্থ শানহাইচিং থেকে । এই বইতে পাহাড়, সাগর এবং বিচিত্র সব প্রাণীর বর্ণনা রয়েছে যার অনেকগুলো পৌরাণিক কাহিনীভিত্তিক।

এই প্রদর্শনীতে ড্রাগন প্রতীকেও অনেক লণ্ঠন বানানো হয়েছে কারণ এ বছরটি ড্রাগন বর্ষ।

শান্তা/ফয়সল

Share this story on

Messenger Pinterest LinkedIn