চোখ ধাঁধানো অ্যারো এশিয়া শো
নভেম্বর ২৪, সিএমজি বাংলা ডেস্ক: শুরু হয়েছে চোখ ধাঁধানো অ্যারো এশিয়া শো। অত্যাধুনিক প্রযুক্তির হেলিকপ্টার, বিমান যেমন প্রদর্শিত হচ্ছে মেলায়। তেমনি আকাশে নৈপুণ্য ও ক্রীড়া শৈলী দেখাচ্ছেন বিমান চালকরা।
দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের চুহাই সিটিতে বৃহস্পতিবার শুরু হয়েছে অ্যারো এশিয়া শো ২০২৩। চুহাই এয়ারশো কোম্পানি লিমিটেড এবং জার্মান অ্যারো ফ্রিডরিখশাফেন কোম্পানির যৌথ উদ্যোগে আয়োজিত হয়েছে এই প্রদর্শনী।
মেলায় আগত দর্শকরা অত্যাধুনিক প্রযুক্তির সব বিমান, হেলিকপ্টার দেখছেন। পাশাপাশি আকাশে অ্যারোবেটিক বা বিমান উড্ডয়ন শৈলী দেখে মুগ্ধ হচ্ছেন।
শান্তা/রহমান