বাংলা

ইউননানে লম্বা টেবিলে ভোজ

CMGPublished: 2023-11-20 14:45:30
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ২০, সিএমজি বাংলা ডেস্ক: চীনের ইউননান প্রদেশে সাংস্কৃতিক পর্যটন উৎসবে বিশাল লম্বা টেবিলে ভোজের আয়োজন করা হয়। ইউননানের হংহ্য হানি এবং ই জাতির স্বায়ত্তশাসিত এলাকায় লুছুন কাউন্টিতে লং স্টিট ব্যাংকোয়েট বা লম্বা টেবিলে ভোজের আয়োজন করা হয় রোববার। এই উৎসবে রাস্তায় দীর্ঘ ভোজের টেবিল পাতা হয়। সেখানে ঐতিহ্যবাহী বিভিন্ন খাবারের আয়োজন করা হয়। এটি হানি জাতির একটি দীর্ঘ ঐতিহ্য। এই ব্যাংকোয়েট এর আয়োজনে গ্রামের সব মানুষ একসঙ্গে বসে খাবার খেয়ে থাকে।

ইউননানের সাংস্কৃতিক পর্যটন উৎসবে এই লম্বা টেবিল ভোজ পর্যটকদের আকর্ষণ করেছে। তারাও এই ভোজে অংশ নিয়েছেন। বিভিন্ন জাতির ঐতিহ্যবাহী পোশাক পরে এই ভোজসভায় অংশ নেন অসংখ্য মানুষ। ভোজসভার পাশাপাশি সড়কে চলে সাংস্কৃতিক পরিবেশনা।

শান্তা/হাশিম

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn