বাংলা

কুনমিংয়ে আন্তর্জাতিক পর্যটন মেলায় ৩.২৫ বিলিয়ন ডলারের চুক্তি

CMGPublished: 2023-11-20 14:48:48
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ২০, সিএমজি বাংলা ডেস্ক: চীনের ইউননান প্রদেশের রাজধানী কুনমিংয়ে রোববার শেষ হলো চায়না ইন্টারন্যাশনাল ট্রাভেল মার্ট। তিনদিনের এ মেলায় ২৩.৪ বিলিয়ন ইউয়ান বা ৩.২৫ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি হয়েছে। ৭০টি দেশ ও অঞ্চলের আটশ’র বেশি ট্রাভেল এজেন্ট এবং ৩০টি দেশ এ মেলায় অংশ নেয়।

মেলায় বিভিন্ন ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। বিভিন্ন দেশ ও অঞ্চলের পণ্য প্রদর্শিত হয়।

চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় অভ্যন্তরীণ পর্যটন নীতি বিষয়ে একটি সংবাদ সম্মেলন করে জানিয়েছে যে ভিসা নীতি সহজ করা হচ্ছে যাতে কর্মী বিনিময়ের প্রক্রিয়া মসৃণ হয় এবং দেশটির উচ্চস্তরের উন্মুক্তকরণ সহজ হয়।

এই মেলায় গ্লোবাল ক্রিয়েটরস সামিটও অনুষ্ঠিত হয়। এখানে দেশ বিদেশ থেকে ট্রাভেল এজেন্ট, পরিষেবা প্রদানকারী, পর্যটন গ্রুপ, এয়ারলাইনস এবং অন্যান্য কোম্পানির মধ্যে আলোচনা হয়েছে।

চীনের নতুন জাতীয় পর্যটন লোগো ‘নি হাও চায়না’র উদ্বোধন হয়েছে এশিয়ার এই বৃহত্তম পেশাদার পর্যটন প্রদর্শনীতে।

১৯৯৮ সালে যাত্রা শুরুর পর থেকে চায়না ইন্টারন্যাশনাল ট্রাভেল মার্ট শাংহাই এবং ইউননানে ২৩টি মেলার আয়োজন করে যা বার্লিন এবং লন্ডনের পাশাপাশি বিশ্বের তিনটি প্রধান পর্যটন মার্টের একটি হিসাবে মর্যাদা অর্জন করেছে। এটি চীনা সংস্কৃতি ও পর্যটন সম্পদের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

শান্তা/হাশিম

Share this story on

Messenger Pinterest LinkedIn