"পান্ডা এক্সপ্রেস" ট্রেন আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে
আগস্ট ১৩: গত শুক্রবার সকাল ১১টা ৪২ মিনিটে একটি "পান্ডা স্পেশাল ট্রেন" ওয়াই ৮৮৩ তিন শতাধিক যাত্রী নিয়ে ছেংদু পশ্চিম রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায়। ট্রেনটি সিনছেং-খুনমিং রেলপথ ধরে ইউয়েসি স্টেশনের দিকে রওনা দিয়েছে। এটি চীন রেলওয়ে ছেংদু ব্যুরো গ্রুপ লিমিটেড কোম্পানির প্রথম "পান্ডা সামার রিসোর্ট স্পেশাল ট্রেন"।