এশিয়া কাপে ১২ বছর পর চীনা নারী বাস্কেটবল দল ফের চ্যাম্পিয়ন
জুলাই ২: আজ (রোববার) ফিবা নারী বাস্কেটবল এশিয়া কাপে চীনা নারী বাস্কেটবল দল ফাইনাল ম্যাচে ৭৩-৭১ স্কোর করে ১২ বছর পর আবারও চ্যাম্পিয়ন হয়েছে।
২০১১ সালের পর এশিয়া কাপ জিতে বিশ্বের ২ নম্বরে থাকা চীন অবশেষে এই কাপ জয় করলো।