চীনে ব্লুবেরির ফলন হয়েছে
চীনের ছিংতাও শহরের বাও শান থানার একটি ব্লুবেরি বাগানে ব্লুবেরির বাম্পার ফলন হয়। পর্যটকরা বাগানে এসে ব্লুবেরি তোলার আনন্দ উপভোগ করছেন।
বাও শান থানা প্রদেশের ব্লুবেরির চাষের জন্য বিখ্যাত। গত বছর এখানে ৯০ কোটি ইউয়ান মূল্যের ব্লুবেরির উত্পাদন হয়েছিল। লোকজন ব্লুবেরিকে ‘গ্রাম পুনরুদ্ধারের ফল’ হিসেবে মনে করে।