বাংলা

শ্রী অতীশ দীপঙ্করের সমাধিসৌধ

CMGPublished: 2023-06-01 18:03:15
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জুন ১: বাংলাদেশের বিক্রমপুর থেকে তিব্বতে গিয়ে বৌদ্ধ ধর্ম প্রচার করেন শ্রী অতীশ দীপঙ্কর। বৌদ্ধ ধর্মাবলম্বীরা তাঁকে গৌতম বৌদ্ধের পর সর্বোচ্চ সম্মান করে থাকেন।

তিব্বতের রাজধানী লাসার অদূরে রয়েছে অতীশ দীপঙ্কর প্রতিষ্ঠিত ধর্মশালা নিয়েথাং চৌমা লাখাং এবং তাঁর সমাধি।

সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) বাংলা বিভাগের মো. এনামুল হাসান তিব্বত সফরকালে অতীশ দীপঙ্করের সমাধিসৌধ পরিদর্শন করেন।

তিনি অতীশ দীপঙ্করের জন্মভূমির সন্তান- তা জানতে পেরে ধর্মশালার প্রধান নিমা সিরেন তাকে অনেক সম্মান করেন এবং উপহার দেন।

এনাম সিএমজির দর্শক-শ্রোতাদের জন্য সেখানকার কিছু ছবি তুলেছেন।

চলুন ছবিতে দেখা যাক অতীশ দীপঙ্করের সমাধিসৌধ এবং তাঁর স্মৃতিবিজড়িত ধর্মশালা।

1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn