হাইনান মেলা: ফ্রেঞ্চ প্যাভিলিয়নে রোমান্টিক ফ্রেঞ্চ স্টাইল
গত ১০ এপ্রিল তৃতীয় চীন আন্তর্জাতিক ভোক্তা পণ্যমেলা শুরু হয়েছে হাইনানের রাজধানী হাইখৌ-তে। ফ্রান্সের ২৮টি কোম্পানির ৩৩৬টি ব্র্যান্ড প্রদর্শনীতে অংশগ্রহণ করছে। এই বছর ফ্রেঞ্চ প্যাভিলিয়নের প্রদর্শনী-এলাকা ১৩৬৬ বর্গমিটার। প্রদর্শনী এলাকার ডিজাইন থেকে প্রদর্শনী পণ্য পর্যন্ত, সর্বত্র ফরাসি বৈশিষ্ট্যের প্রতিফলন দেখা যায়।