বাংলা

বেইজিংয়ে আন্তর্জাতিক জুয়েলারি মেলা

CMGPublished: 2023-03-17 15:57:48
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

মার্চ ১৭, সিএমজি বাংলা ডেস্ক: চোখ ধাঁধানো সব অলংকার নিয়ে বেইজিংয়ে শুরু হয়েছে চায়না ইন্টারন্যাশনাল জুয়েলারি ফেয়ার। বৃহস্পতিবার চায়না ইন্টারন্যাশনাল এক্সিবিশন সেন্টারের ছাওইয়াং হলে শুরু হয়েছে এই আকর্ষণীয় মেলা ও প্রদর্শনী।

এবারের মেলা অনুষ্ঠিত হচ্ছে ৩০ হাজার বর্গ মিটার জায়গা নিয়ে। এক হাজারের বেশি প্রতিষ্ঠান এই মেলায় অংশ নিয়েছে। এখানে বিভিন্ন অলংকারের পাশাপাশি মূল্যবান রত্ন ও স্বর্ণনির্মিত শিল্প সামগ্রীও প্রদর্শিত হচ্ছে। চীনের ঐতিহ্যবাহী জেড পাথরের অলংকার, হীরা, পান্না ও রুবি খচিত অলংকার ও শিল্পসামগ্রী ক্রেতা-দর্শকদের আকর্ষণ করছে।

শান্তা/সাজিদ

ছবি: চায়না ডেইলি

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn