বাংলা

তিব্বতি নববর্ষকে বরণের প্রস্তুতি

CMGPublished: 2023-02-21 16:31:06
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ফেব্রুয়ারি ২১: আজ (মঙ্গলবার) তিব্বতি নববর্ষের প্রথম দিন। লাসা শহরের মেজুগংকা জেলার মেনবা থানায় অবস্থিত তাশি সেরিং-এর পরিবার সকালে ঘুম থেকে উঠেই নতুন বছরের প্রথম দিনের জন্য প্রয়োজনীয় সব ধরনের খাবার তৈরি করতে শুরু করে।

এ বছর, তাশি সেরিং-এর ছেলে তেনজিন চিলিকে নতুন বছরের জিনিসপত্র কেনার দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি কয়েক দিন আগে লাসার বারখোর মলে গিয়ে ভেড়ার মাথা এবং জিনসেং ফলের মতো নববর্ষের প্রথম দিনের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনেন। স্থানীয় রীতি অনুযায়ী, পুরোনো বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানাতে এ দিনে তিব্বতি পরিবারগুলো সবধরনের তিব্বতি খাবার তৈরি করে।

২০২২ সালে তাশি সেরিং-এর পরিবার শুঁয়োপোকা লালন করে, একটি চা-দোকান চালায়, এবং একটি ফিড কারখানা পরিচালনা করে ৫০ হাজার ইউয়ানের বেশি আয় করেছে। মাখনের চা পান করে এবং বাতাসে শুকানো মাংস খেয়ে, তাশি সেরিং হাসিমুখে বলেন: "সবার জীবন আরও ভালো ও সুন্দর হোক!"

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn