নববর্ষের আগের দিন তিব্বতের পু গ্রামে ‘বসন্ত উত্সব গ্রামীণ গালা’ অনুষ্ঠিত
জানুয়ারি ৩১: নববর্ষের প্রাক্কালে তিব্বতের শিগাতসে শহরের মাংপু থানার পু গ্রামের মাঠে নিজস্ব একটি ‘বসন্ত উত্সবের গ্রামীণ গালা’ অনুষ্ঠান আয়োজন করা হয়। স্থানীয় সাংস্কৃতিক পারফরম্যান্স দলটি ঐতিহ্যবাহী নাচ পরিবেশন করেছে।
সাম্প্রতিক বছরগুলিতে তিব্বতে তৃণমূল সংস্কৃতি এবং শৈল্পিক দলগুলি ক্রমাগত উন্নত হয়েছে এবং প্রশাসনিক গ্রাম (আবাসিক) সাংস্কৃতিক ও শৈল্পিক পরিবেশনার দলগুলি এখন সব গ্রামেই আছে।