খুনমিংয়ে জমে উঠছে রাতের অর্থনীতি
জানুয়ারি ১৩, সিএমজি বাংলা ডেস্ক: কোভিড ১৯ এর বিধিনিষেধ শিথিল করায় চীনের সবস্থানেই এখন নতুনভাবে জেগে উঠছে রাতের অর্থনীতি।
নাইট মার্কেট বা রাতের অর্থনীতি চীনের পর্যটন, বাজার অর্থনীতি ও বিনোদন শিল্পে একটি সাফল্যজনক অভিধা। সন্ধ্যায় অফিস ফেরত মানুষ এবং ছাত্রছাত্রীরা সাধারণ নানা রকম রেস্টুরেন্ট এবং শপিং মলে গিয়ে থাকে। পাশাপাশি রেস্টুরেন্ট পাড়াগুলোতে নানা রকম প্রদর্শনী ও বিনোদনমূলক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় সন্ধ্যায়। পর্যটকরাও অনেক সময় এই সময়ে ডিনারের জন্য ফুড স্ট্রিটগুলোতে যেতে পছন্দ করেন।
সন্ধ্যা ও রাতে এই অর্থনৈতিক কর্মকাণ্ডকেই বলা হচ্ছে রাতের অর্থনীতি। চীনের ইউননান প্রদেশের রাজধানী খুনমিং শহর পর্যটকদের প্রিয় একটি গন্তব্য। এখানে মহামারির সময় রাতের রেস্টুরেন্ট পাড়াগুলো বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু এখন কোভিড সংক্রান্ত বিধিনিষেধ শিথিল হওয়ায় আবার মানুষজন বিভিন্ন রেস্টুরেন্টেপাড়ায় যাচ্ছেন। শপিংমলগুলোও খুলে গেছে।
নানছিয়াং স্ট্রিট খুনমিংয়ের একটি জনপ্রিয় ফুডস্ট্রিট, পর্যটন স্থান এবং শপিং এলাকা। মহামারির পর আবার নতুন করে জেগে উঠছে এখানকার অর্থনীতি। জমে উঠেছে বেচাকেনা। ছোট ছোট রেস্টুরেন্টগুলোতে চোখে পড়ছে ক্রেতাদের ব্যস্ত আনাগোনা।
শান্তা/রহমান
ছবি: সিনহুয়া