বাংলা

ট্রেনের ভিতর নববর্ষ মেলা

CMGPublished: 2023-01-13 14:17:33
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জানুয়ারি ১৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনের আসন্ন নববর্ষ বা বসন্ত উৎসব উপলক্ষে নানা রকম আয়োজন চলছে দেশজুড়ে। এরই মধ্যে নতুন আনন্দ যোগ করেছে কুইচোওর ‘ধীর ট্রেনে’ নববর্ষের মেলার আয়োজন।

চীনের কুইচোও প্রদেশে দুটি বিশেষ ‘স্লো ট্রেন’ বা ‘ধীরগতির ট্রেন’ আছে। এই ট্রেনদুটি কুইচোওর প্রাদেশিক রাজধানী কুইয়াং সিটি থেকে ইয়ুফিং তুং স্বায়ত্তশাসিত কাউন্টির থংরেন সিটির মধ্যে যাতায়াত করে। এই ট্রেনদুটি ছিয়ানতংনান মিয়াও এবং তুং স্বায়ত্তশাসিত প্রিফেকচারের ছোট ছোট কয়েকটি স্টেশনেও থামে। এই এলাকায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর একশ’র বেশি গ্রাম আছে। ট্রেনদুটি মূলত পর্যটকদের এই এলাকার সাংস্কৃতিক ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যর সঙ্গে পরিচয় করায়।

সম্প্রতি এই দুটি ট্রেনে বসন্ত উৎসব উপলক্ষে মেলার আয়োজন করা হয়। যাত্রীরা চলতি পথেই মেলাটি দেখতে পারেন এবং স্টল থেকে বিভিন্ন সামগ্রী কিনতে পারেন। বিভিন্ন ঐতিহ্যবাহী পণ্যসামগ্রী, কারুশিল্পের নিদর্শন, পোশাক, গৃহসজ্জা সামগ্রী বিক্রি হয়েছে এই চলন্ত মেলায়।

শান্তা/সাজিদ

Share this story on

Messenger Pinterest LinkedIn