সময়ের সৌন্দর্য উপভোগ করুন!
ডিসেম্বর ২১: সময় দ্রুত চলে যায়। তাই সূর্যোদয় ও সূর্যাস্ত মিস করবেন না। ঘর থেকে বের হয়ে সময়ের স্বাদ উপভোগ করুন। জীবনের প্রতিটি মুহূর্তে রয়েছে সৌন্দর্য।
হেই লুং চিয়াং প্রদেশের হারবিন শহরে তুষারে খেলছে শিশুরা।
গত ১৯ ডিসেম্বর আন হুই প্রদেশের একটি সেতু সূর্যাস্তের সময় আলোকিত হয়েছে।
গত ১৯ ডিসেম্বর ছোং ছিং শহরবাসী পার্কে আনন্দ করছেন।