সিনচিয়াং নলতি’র শীতকাল, অতি সরল ও সুন্দর
সবকিছুর শুরু, সরলতার পথে।
নলতিতে শীতের প্রথম দিকের সৌন্দর্য, ন্যূনতমতায়
এই সৌন্দর্য বিশেষ ও সংযত
তৃণভূমি সাদা চাদরে আবৃত
সমস্ত জিনিস
ধীরেসুস্থে ঘুমোচ্ছে
মাঝে মাঝে, রাখাল ও গরু আর ভেড়া প্রবেশ করে
তৃণভূমি সঙ্গে
সঙ্গে প্রাণবন্ত হয়ে ওঠে
তৃণভূমিতে মানুষের জীবন্ত উষ্ণতা
ও সক্রিয়তা যুক্ত হয়
ঠাণ্ডা পাহাড়, শুকনো ডাল
ফুলের ঋতুর
পর শীতের শুরুর দিকে তাকাই
কবিতার মতো খাঁটি।