এখন মৌসুম পার্সিমনের
নভেম্বর ২৮, সিএমজি বাংলা ডেস্ক: চীনের উত্তরে জাঁকিয়ে শীত পড়লেও দক্ষিণে এখনও তুলনামূলকভাবে হালকা শীত । এরই মধ্যে চলছে পার্সিমন ফলের মৌসুম। কমলাজাতীয় এই ফল চীনে খুব জনপ্রিয়। দক্ষিপশ্চিম চীনের সিচুয়ান প্রদেশে পার্সিমন ফল তোলার মৌসুম শুরু হয়েছে।
লুচৌ এর চিয়াংইয়াং জেলার চুইয়াং গ্রামে পার্সিমন তোলায় ব্যস্ত রয়েছেন ফলচাষীরা।
শীতের কুয়াশা মাখা ভোরে পাখিরাও খাদ্য খুঁজে নিচ্ছে পাকা পার্সিমন ফল থেকে।
শান্তা/ঐশী