আমার চোখে ২০তম জাতীয় কংগ্রেস: ছিলিয়ান পর্বতের নিচে ট্রান্সমিশন লাইন নির্মাণকাজ চলছে
অক্টোবর ২১: কানসু প্রদেশের চাংইয়ে শহরে বৈদ্যুতিক কর্মীরা ট্রান্সমিশন লাইন নির্মাণকাজে ব্যস্ত সময় পার করছেন। সাম্প্রতিক বছরগুলোতে, চাংইয়ে বিদ্যুত শক্তি শিল্পের বিকাশ জোরদার করেছে, পশ্চিম থেকে পূর্বে বিদ্যুতের সঞ্চালন বৃদ্ধি করেছে, এবং জাতীয় অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছে।