সিপিসি’র জাতীয় কংগ্রেস উপলক্ষ্যে ছুংছিংয়ের শিক্ষক-শিক্ষার্থীরা দীর্ঘ ছবি আঁকলেন
অক্টোবর ২০: গতকাল (বুধবার) চীনের ছুংছিং শহরের ইয়ংছুয়ান জেলায় অবস্থিত ছুংছিং ভোকেশনাল কলেজ অফ ইন্টেলিজেন্ট ইঞ্জিনিয়ারিং-এর শিক্ষক ও শিক্ষার্থীরা চীনা কমিউনিস্ট পার্টির ২০তম জাতীয় কংগ্রেস উপলক্ষ্যে একটি দীর্ঘ চিত্র এঁকে প্রদর্শন করেন।
এ স্ক্রলটির থিম হলো "ড্রাগন উড়ে চার সমুদ্রে"। ছবিতে চীনা জাতির প্রতীক চীনা ড্রাগনের মাথাটি লাল নৌকার দিকে, যেখানে সিপিসি’র জন্ম হয়েছিল। ছবিতে শেনচৌ মহাকাশযান, "থিয়ানকুং" মহাকাশকেন্দ্র, চীনের চন্দ্রাভিযান, "চিয়াওলং" ডাইভিং যন্ত্র, সি-৯১৯ বিমান, এবং "ফুশিং" উচ্চ-গতির ট্রেনও স্থান পেয়েছে।